করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সবধরনের ক্রীড়া ইভেন্ট। অন্যান্য ক্রীড়া ইভেন্টের মতো বন্ধ হয়ে হয়ে আছে ক্রিকেটও। তবে করোনার পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। আর তাতে আশার আলোও জ্বলছে বটে।
অন্যান্য দেশের মতো করোনার পরবর্তীকালে মাঠে ক্রিকেট ফেরানোর তাগিদে খেলোয়াড়দের অনুশীলনে ফেরানোর পরিকল্পনা সাজাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আর তারই পরিকল্পনা হিসেবে চলতি মাসেই খেলোয়াড়দের অনুশীলনে ফেরাবে বলে জানিয়েছে এসিবি।
খেলোয়াড়দের অনুশীলনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (২ জুন) টেলিকনফারেন্স বৈঠক করে এসিবি। যেখানে বোর্ডকর্তাদের সাথে উপস্থিত ছিলেন হেড কোচ ল্যান্স ক্লুজনার, প্রধান নির্বাচক অ্যান্ডি মোলস ও অধিনায়ক আসগর আফগান। যেখানে সিদ্ধান্ত আসে চলতি মাসে কাবুলে স্বাস্থ্য বিধি মেনে অনুশীলন করবে খেলোয়াড়েরা।
এসিবি এক টুইট বার্তায় জানায়, হেড কোচ ল্যান্স ক্লুজনার, প্রধান নির্বাচক অ্যান্ডি মোলস ও অধিনায়ক আসগর আফগানের সাথে আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জুনে রাজধানী কাবুলে অনুশীলন শুরু হবে।
ACB leadership held a video conference with Head Coach Lance Klusner, Chief Selector Andy Moles, Skipper Asghar Afghan and some ACB officials as they discussed the training camp in June which shall be held in Kabul as per guidelines by WHO and Ministry of Public Health. pic.twitter.com/i8gbB8QTbs
— Afghanistan Cricket Board (@ACBofficials) June 2, 2020
এদিকে মাঠে ক্রিকেট ফেরাতে ইতোমধ্যে অনুশীলনে নেমেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার খেলোয়াড়েরা। আর করোনার পরবর্তীকালে ক্রিকেটের প্রত্যাবর্তনের লক্ষে গ্রীষ্মকালিন পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের সূচিও প্রকাশ করেছে ইংল্যান্ড।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]