‘অদ্ভুত’ বোলিং অ্যাকশনের রহস্য জানালেন বুমরাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩১ এএম, ০২ জুন ২০২০
‘অদ্ভুত’ বোলিং অ্যাকশনের রহস্য জানালেন বুমরাহ

ফাইল ছবি

২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় ভারতের বর্তমান সময়ের অন্যতম পেস কান্ডারি জসপ্রীত বুমরাহর। অভিষেকের পর থেকে দ্রুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। ছোট রান-আপ আর অদ্ভুদ বোলিং অ্যাকশনেও ব্যাটসম্যানদের খাবি খাইয়েছেন তিনি।

যেখানে সব পেসারকে দেখা যায় লম্বা রান-আপ নিয়ে বল করতে, সেখানে ব্যতিক্রম তিনি। ছোট রান-আপ নিয়েও প্রায় দেড়শো কিলোমিটার গতিতে বল করেন তিনি। কী ভাবে এত ছোট রান-আপে এত দ্রুতগতির বল করেন তিনি। তা জানার আগ্রহ ছিল মানুষের কেন্দ্রবিন্দুতে। সেই সাথে অদ্ভুত বোলিং অ্যাকশনের রহস্যের কথাও জানার আগ্রহ অনেকের।

আইসিসির ভিডিও সিরিজ ‘ইনসাইড আউট’ অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক ও সাবেক ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপের সঙ্গে আলোচনায় বুমরাহ নিজেই জানালেন তার রান-আপের ও 'অদ্ভুত' বোলিং অ্যাকশনের রহস্য।

তিনি বলেন. ‘সত্যি কথা বলতে, খুব বেশি কোচিং আমি পাইনি। কোনো পেশাদার কোচিং বা ক্যাম্পে কখনও যোগ দেইনি। এখনও পর্যন্ত, সবকিছু নিজে শিখেছি। টিভি দেখে, ভিডিও দেখে। আপনাআপনি হয়েছে। সুনির্দিষ্ট কোনো কারণ নেই এমন অ্যাকশনের। অ্যাকশন নিয়ে অনেকেই অবশ্য অনেক কিছু বলেছে বদলাতে। আমি কখনোই তাতে কান দেইনি। নিজের ওপর বিশ্বাস ছিল আমার, স্রেফ চেয়েছি এটিতেই উন্নতি করে যেতে।’

ছোট রান-আপ নিয়ে তিনি বলেন, ‘আমি বাড়ির আঙিনায় খেলে বেড়ে উঠেছি। আমার রান-আপ এত ছোট, কারণ আমাদের আঙিনায় খুব বেশি জায়গা ছিল না। যে রান-আপ দেখছেন, এইটুকুই সর্বোচ্চ নিতে পারতাম তখন। হয়তো সে কারণেই এই রান-আপে অভ্যস্ত হয়ে গেছি। বড় রান-আপে বোলিং করার চেষ্টা অবশ্য করেছি। কিন্তু দেখলাম, গতি বাড়ছে না, কিছুই বদলাচ্ছে না। তাহলে কেন অযথা কষ্ট করে বড় রান-আপ নেব!’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কোহলি

ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কোহলি

লালার বিকল্প চান বুমরাহ

লালার বিকল্প চান বুমরাহ

সরকারের দিক-নির্দেশনায় সন্তুষ্ট ইসিবি

সরকারের দিক-নির্দেশনায় সন্তুষ্ট ইসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের পরামর্শ সাঙ্গাকারার

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের পরামর্শ সাঙ্গাকারার