সোমবার থেকে অনুশীলন শুরু করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৮ এএম, ০১ জুন ২০২০
সোমবার থেকে অনুশীলন শুরু করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমে আসায় ক্রিড়াঙ্গন আস্তে আস্তে আলোর মুখ দেখছে। করোনাকে দূরে ঠেলে ফুটবল মাঠে ফিরলেও ক্রিকেট এখনো বেশ দূরেই রয়েছে। তবে এবার ফেরার যাত্রায় যোগ দিল শ্রীলঙ্কা। সোমবার (১ জুন) থেকে অনুশীলন শুরু করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড রোববার (৩১ মে) এ ঘোষণা দিয়েছে। বলা হয়, জাতীয় দলের ১৩ জন খেলোয়াড়ের একটি গ্রুপ সোমবার (১ জুন) থেকে ১২ দিনের জন্য আবাসিক প্রশিক্ষণ শুরু করবে। দেশটির সরকারি স্বাস্থ্যবিধি মেনেই এ প্রশিক্ষণ শিবির শুরু করা হচ্ছে।

বোর্ড থেকে আরও বলা হয়, কলম্বতে ১২ দিনের এ ‌‘রেসিডেনসিয়াল ট্রেনিং ক্যাম্প’ চলার সময় নির্বাচিত জাতীয় দলের ১৩ ক্রিকেটার হোটেলে একটি গ্রুপ হয়ে থাকবে। এছাড়া কোচিং এবং সহায়তাকর্মীদের নিয়ে চার সদস্যের ইউনিট গঠন করা হয়েছে।

১২ দিনের এই অনুশীলনের সাথে জড়িত প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাথে পরামর্শ করে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া প্রশিক্ষণের পুরো সময়কালে এবং তার আগেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য একটি পদ্ধতি তৈরি করা হয়েছে।

করোনাভাইরাসের কারণে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাতিল করেছে শ্রীলঙ্কা। তবে জুন-জুলাইয়ে ভারত এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করতে আগ্রহী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

সূচি অনুযায়ী, জুনের শেষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশকে আতিথ্য দিতে প্রস্তুত শ্রীলঙ্কা

বাংলাদেশকে আতিথ্য দিতে প্রস্তুত শ্রীলঙ্কা

সাবেকদের সমালোচনায় পিছু হটলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

সাবেকদের সমালোচনায় পিছু হটলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

শ্রীলঙ্কা সফর নিয়ে এখনই ভাবছে না বাংলাদেশ

শ্রীলঙ্কা সফর নিয়ে এখনই ভাবছে না বাংলাদেশ

সবধরনের ক্রিকেট থেকে ‘নিষিদ্ধ’ মাদুশঙ্কা

সবধরনের ক্রিকেট থেকে ‘নিষিদ্ধ’ মাদুশঙ্কা