করোনাভাইরাসের কারণে দু’মাসের বেশি সময় পর সাধারন ছুটি উঠিয়ে নিয়েছে সরকার। তবে এ অবস্থায় ক্রিকেটে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) পুনরায় দ্রুত শুরুর সম্ভাবনা নেই। এছাড়া লিগ শুরু করার সিদ্ধান্ত নির্ভর করছে সরকারে উপর।
প্রথম রাউন্ডের পরই লিস্ট ‘এ’ ক্রিকেটের এবারের আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। ঢাকা ক্লাবগুলোর অভিভাবক, দ্য ক্রিকেট কমিটি অব ঢাকা মহানগরী (সিসিডিএম)স্পষ্ট জানিয়েছে, পুনরায় ডিপিএল শুরু নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। এর আগে সরকারের সিদ্ধান্তেই দেশের সকল ক্রীড়া কার্যক্রম বন্ধ করা হয়।
শনিবার (৩০ মে) সিসিডিএম সদস্য সচিব সেক্রেটারি আলি হোসেন জানিয়েছন, সীমিত আকারে সরকারি ও বেসরকারি অফিস খোলার সিদ্ধান্ত নিলেও ক্রীড়া ইভেন্ট নিয়ে এখনো কোন সিদ্ধান্ত দেয়নি সরকার।
তিনি বলেন, সরকার এ বিষয়ে কোন সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পুনরায় ডিপিএল শুরুর কোন সম্ভাবনা নেই। এ বিষয়ে মন্ত্রণালয়ের একটা সিদ্ধান্ত দেওয়া উচিত।
সরকারি নির্দেশের সামঞ্জস্য রেখে সীমিত আকারে বিসিবি কার্যালয় খুলতে যাচ্ছে। তবে সহজে ডিপিএল শুরুর আশা দেখছে না ক্লাবগুলো।
ক্লাব কর্মকর্তারা বলছেন, আবারও লিগ শুরুর আগে সিসিডিএমের উচিত হবে, অন্তত ১০ দিন অনুশীলনের জন্য ক্লাবগুলোকে সুযোগ দেওয়া। তাই কিছুটা সময় লাগবে।
এদিকে ক্রিকেট খেলা আবারও মাঠে গড়ানোর বিষয়ে সম্প্রতি আইসিসি বেশ কিছু স্বাস্থ্য নির্দেশনা দিয়েছে। যেগুলো সকল ক্রিকেটীয় দেশকে মেনে নিয়েই মাঠের খেলা শুরু করতে হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]