২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ‘বেন স্টোকস অন ফায়ার’ নামের একটি বই লিখেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। যেখানে তুলে ধরা হয়েছে ২০১৯ বিশ্বকাপ সংক্রান্ত বেশ কিছু ঘটনা। বইয়ের একটি অংশে তুলে ধরেন বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ হারার কথা।
স্টোকসের বইতে লেখা একটি মন্তব্য নিয়ে বৃহস্পতিবার (২৮ মে) টুইট করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার সিকান্দার বখত।তিনি জানান যে, স্টোকস তার বইতে লিখেছেন যে গত বছর অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে পাকিস্তানকে বের করে দিতেই ইংল্যান্ডের কাছে ইচ্ছে করে হেরেছিল ভারত।
যদিও তিনি এই ধরনের কোনো মন্তব্য করেননি এমনটাই টুইটে জানিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকস। তিনি সাফ জানান যে, ‘আমার লেখার ভুল ব্যাখা করা হয়েছে এবং কথা ঘুরিয়ে দেয়া হচ্ছে। আপনারা বইয়ে এই লেখা পাবেন না। কারণ আমি এ ধরণের কোনো কথা বলিনি।’
বার্মিংহামের সেই ম্যাচে ৩৩৭/৭ রান তোলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩১ রানে পরাজিত হয় ভারত। স্টোকের বইতে সেই ম্যাচের কথা উল্লেখ করে বলা হয় যে বিরাট ব্রিগেড স্ট্র্যাটেজি নিয়ে খেলছিল, মূলত মহেন্দ্র সিং ধোনি।
বইতে তিনি বলেন, ‘১১ ওভারে ১১২ রান বাকি ছিল যখন ধোনি খেলতে নামেন। কিন্তু ছ’রানের বদলে খালি সিঙ্গেলস নিচ্ছিলেন ধোনি। ১২ বল বাকি থাকতেই এই ম্যাচ জিততে পারত ভারত। হয়তো খুব অল্প বা কোনো অভিপ্রায় ছিল না ওদের। কিন্তু আমার কেন জানি মনে হয় ভারত ওই ম্যাচ জিততে পারত।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]