বিশ্বকাপে ম্যাচ জিতলে তা থেকে প্রাপ্ত প্রাইজমানির একটি অংশ পান দলের ক্রিকেটাররা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পেরিয়ে গেছে প্রায় ১১ মাস। কিন্তু এখনও বিশ্বকাপে তিন ম্যাচ জয়ের প্রাইজমানি হাতে পায়নি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
তবে, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সংগঠন বাংলাদেশ ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) দৃঢ়তায় ২০১৯ বিশ্বকাপের স্কোয়াডের সদস্যেরকে ম্যাচজয়ী প্রাইজমানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের প্রাইজমানি হিসেবে ২ কোটি টাকা পাচ্ছে ক্রিকেটাররা।
৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয় বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৪০ হাজার ডলার পাবে ক্রিকেটাররা। বাংলাদেশ তিনটি ম্যাচ জয় করায় পাচ্ছে ১ লাখ ২০ হাজার ডলার।
শুরুর দিকে একটু দ্বিধায় ছিল যে টাকা ক্রিকেটাররা প্রাপ্য কি না। তবে ক্রিকোটারদের আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট ফেডারেশনের (ফিকা) এমপিএ চুক্তি ও বোর্ডের সঙ্গে আলোচনায় সেই দ্বিধা কেটে গেছে। এমপিএ চুক্তিতে আরও বলা হয়েছে যে বোর্ডের তহবিলে টাকা জমা হওয়ার ১৪ দিনের মধ্যে ক্রিকেটারদের এই অর্থ প্রদান করা উচিত।
কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘ম্যাচ জেতার টাকা ওরা পেতই। প্রাইজমানির টাকা ওদের প্রাপ্য কি না, সেটি নিয়েই একটু দ্বিধা ছিল। তবে বোর্ডের সঙ্গে আলোচনায় সেই দ্বিধাও কেটে গেছে। এখন ওরা প্রাইজমানির টাকাও পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘খেলোয়াড়রা যাতে দ্রুত টাকা পায়, সেই উদ্যোগ নেওয়ার কথা ক্রিকেট অপারেশন্স কমিটির। কিন্তু এই কমিটির ম্যানেজার (সাব্বির খান) আবার জাতীয় দলেরও ম্যানেজার। দুই দায়িত্বেই অনেক কাজ। একসঙ্গে দুটো চালাতে গেলে সমস্যা তো হবেই। এখানেও তাই হয়েছে। হিসাব বিভাগে প্রস্তাবই যায়নি।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]