২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করায় ভারত সরকারের কাছ থেকে আইসিসির কর মৌকুফের দায়িত্ব ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। কিন্তু সেটি না করায় প্রায় ২৫০ কোটি টাকার লোকসান হয়েছে আইসিসির। ফলে এবার আগে-ভাগেই বিসিসিআইকে হুঁশিয়ার করে দিয়েছে আইসিসি।
আইসিসি জানিয়েছে, বিসিসিআই যদি ভারত সরকার থেকে ট্যাক্স অব্যাহতি না এনে দিতে পারে তবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে পারবে না বিসিসিআই।
এমন বক্তব্যের পর মুখ খুলেছে বিসিসিআই। বিসিসিআই’র এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা আশা করব, আইসিসি এমন কোন সিদ্ধান্ত নেবে না। টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দেবে আমাদের। ভিন্ন কোনো দেশে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার মত বোকামি আইসিসি করবে না।’
ভারত থেকে দু’টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার যে হুমকি দিয়েছে আইসিসি, সেটি ক্রিকেটের প্রধান সংস্থার নয় বলে মনে করেন বিসিসিআই’র ঐ কর্মকতা। তার মতে, এর পেছনে কারও ষড়যন্ত্র রয়েছে।
তিনি বলেন, ‘এটা আইসিসির ভাষ্য নয়। ঘাপটি মেরে থাকা কিছু উৎসাহী সদস্য ষড়যন্ত্র করছে। আশা করি, এ ধরনের আত্মহত্যার শামিল কোনো সিদ্ধান্ত নেবে না আইসিসি। যদি আইসিসি এমন পদক্ষেপ গ্রহণই করেন, তাহলে আমরা এ বিষয়টি হেসে উড়িয়ে দেব এবং আইসিসিকে ভবিষ্যতে কঠিন অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]