পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের মতে ক্রিকেটকে ধ্বংস করছে খেলাটির নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, ক্রিকেট ধ্বংস করছে আইসিসি।
ক্রিকইনফোর সাক্ষাৎকারে ভারতের সঞ্জয় মাঞ্জেরেকারের সাথে কথা বলতে গিয়ে শোয়েব বলেন, ‘আইসিসি ক্রিকেটের উন্নতি করার চেয়ে বেশি ধ্বংস করছে। আমি সরাসরি বলছি, আইসিসি গত ১০ বছরে ক্রিকেটের উন্নতি করতে পারেনি উল্টো অনেক ধ্বংস করেছে। তাতে তারা সফলও হয়েছে। এক্ষেত্রে আইসিসির সাফল্য অনেক।’
তিনি আরও বলেন, ‘আইসিসি এমন কিছু ‘প্লেয়িং কন্ডিশন’ তৈরি করেছে, যাতে ক্রিকেটটা শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেট। ক্রিকেট ক্রমশ ব্যাটসম্যানদের খেলা হয়ে পড়ছে।’
এখন দু’টো নতুন বলে খেলা হয় ও বেশির ভাগ সময় বৃত্তের বাইরে চারজনের বেশি ফিল্ডার রাখা যায় না, তাই শোয়েব মনে করেন, বোলারদের সুবিধার জন্য ওভারে বাউন্সারের সংখ্যাটা বাড়ানো উচিত।
তিনি বলেন, ‘আমি বার বার বলে আসছি, ওভারে এক বাউন্সারের নিয়মে বদল আনা উচিত। এখন তো দু’টো নতুন বল, বৃত্তের বাইরে মোটে চারজন ফিল্ডার থাকে। আইসিসিকে জিজ্ঞাসা করা উচিত, গত দশ বছরে ক্রিকেটের মান বেড়েছে না কমেছে? আগের মত টেন্ডুলকার-শোয়েবের লড়াই কি এখন দেখা যায়?’
করোনাভাইরাসের কারণে যদি বলে থুথুও বন্ধ হয়ে যায়, এতেও বোলাররা অনেক বেশি সমস্যায় পড়বে। তাই এখানে বোলারদের পক্ষে আইসিসির বড় ধরনের পদক্ষেপ নেয়া উচিত বলে জানান শোয়েব। তবে শোয়েবের সন্দেহ রয়েছে, এখানেও বোলারদের জন্য কোন সুবিধা রাখতে পারবে না আইসিসি।
তিনি বলেন, ‘বলে থুথু না লাগাতে পারলে, বোলাররা দলের জন্য কিছুই করতে পারবে না। এক্ষেত্রে বোলারদের জন্য সুবিধাজনক ব্যবস্থা করা উচিত আইসিসির। কিন্তু এখানেও আইসিসি কিছুই করতে পারবে না। ব্যাটসম্যানদের সুবিধা আরও বাড়বে। ক্রিকেট তার জৌলুস হারাবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]