প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপ থেকে আস্তে আস্তে ভালো অবস্থানে নিয়ে গেছে অস্ট্রেলিয়া। সেই আত্মবিশ্বাস থেকে আরও সাহসী পদক্ষেপ নিল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ। ঘরের মাঠে ২০২০-২১ গ্রীষ্মের পুরো মৌসুমের আন্তর্জাতিক ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
বৃহস্পতিবার (২৮ মে) ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক এক বিবৃতিতে পুরো গ্রীষ্মের ২০২০-২১ মৌসুমের নারী ও পুরুষ ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্রিকেটের সূচি প্রকাশ করেছে।
পূর্ণাঙ্গ সূচি প্রকাশের আগেই ভারত ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের তারিখ নির্ধারণ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেটিও তারা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েচিল। এবার পুরো মৌসুমের সূচি প্রকাশ করলো।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেছেন, ঘোষিত এ সূচি পরিবর্তন যোগ্য। কারণ, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির অবনতি ঘটলে প্রয়োজনে সিরিজ বাতিল হতে পারে।
তবে গ্রীষ্মে যতটা সম্ভব আন্তর্জাতিক ক্রিকেট পাওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া যথাসাধ্য চেষ্টা করবে বলেও তিনি জানান।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত সূচি হলো
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ
১ম ওয়ানডে : ৯ আগস্ট, ভেন্যু অনির্ধারিত
২য় ওয়ানডে : ১২ আগস্ট, ভেন্যু অনির্ধারিত
৩য় ওয়ানডে : ১৫ আগস্ট, রিভারওয়ে স্টেডিয়াম, টাউন্সভিলা
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ
১ম টি-টোয়েন্টি : ২৭ সেপ্টেম্বর, নর্থ সিডনি ওভাল, নর্থ সিডনি
২য় টি-টোয়েন্টি : ২৯ সেপ্টেম্বর, নর্থ সিডনি ওভাল, নর্থ সিডনি
৩য় টি-টোয়েন্টি : ১ অক্টোবর, নর্থ সিডনি ওভাল, নর্থ সিডনি
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ
১ম ওয়ানডে : ৫ অক্টোবর, রিভারওয়ে স্টেডিয়াম, টাউন্সভিলা
২য় ওয়ানডে : ৭ অক্টোবর, ক্যাজালি’স স্টেডিয়াম, কেয়ার্নস
৩য় ওয়ানডে : ১০ অক্টোবর, মেট্রিকন স্টেডিয়াম, গোল্ড কোস্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ
১ম টি-টোয়েন্টি : ৪ অক্টোবর, রিভারওয়ে স্টেডিয়াম, টাউন্সভিলা
২য় টি-টোয়েন্টি : ৬ অক্টোবর, ক্যাজালি’স স্টেডিয়াম, কেয়ার্নস
৩য় টি-টোয়েন্টি : ৯ অক্টোবর, মেট্রিকন স্টেডিয়াম, গোল্ড কোস্ট
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ
১ম টি-টোয়েন্টি : ১১ অক্টোবর, গ্যাবা, ব্রিসবেন
২য় টি-টোয়েন্টি : ১৪ অক্টোবর, মানুকা ওভাল, ক্যানবেরা
৩য় টি-টোয়েন্ট : ১৭ অক্টোবর, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট
একমাত্র টেস্ট : ২১-২৫ নভেম্বর, পার্থ স্টেডিয়াম, পার্থ (দিবারাত্রি)
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ
১ম টেস্ট : ৩-৭ ডিসেম্বর, গ্যাবা, ব্রিসবেন
২য় টেস্ট : ১১-১৫ ডিসেম্বর, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড (দিবারাত্রি)
৩য় টেস্ট (বক্সিং ডে) : ২৬-৩০ ডিসেম্বর, এমসিজি, মেলবোর্ন
৪র্থ টেস্ট : ৩-৭ জানুয়ারি, এসসিজি, সিডনি
ভারতের বিপক্ষে নারী দলের ওয়ানডে সিরিজ
১ম ওয়ানডে : ২২ জানুয়ারি, মানুকা ওভাল, ক্যানবেরা
২য় ওয়ানডে : ২৫ জানুয়ারি, জাংশন ওভাল, কিলডা
৩য় ওয়ানডে : ২৮ জানুয়ারি, ব্লান্ডস্টোন অ্যারিনা, হোবার্ট
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ
১ম ওয়ানডে : ১২ জানুয়ারি, পার্থ স্টেডিয়াম, পার্থ
২য় ওয়ানডে : ১৫ জানুয়ারি, এমসিজি, মেলবোর্ন
৩য় ওয়ানডে : ১৭ জানুয়ারি, এসসিজি, সিডনি
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ
১ম ওয়ানডে : ২৬ জানুয়ারি, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
২য় ওয়ানডে : ২৯ জানুয়ারি, মানুকা ওভাল, ক্যানবেরা
৩য় ওয়ানডে : ৩১ জানুয়ারি, ব্লান্ডস্টোন অ্যারিনা, হোবার্ট
একমাত্র টি-টোয়েন্ট : ২ ফেব্রুয়ারি, এসসিজি, সিডনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]