ইয়ান বিশপের দশক সেরা একাদশে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১০ এএম, ২৯ মে ২০২০
ইয়ান বিশপের দশক সেরা একাদশে সাকিব

ফাইল ছবি

এক দশকে কত ক্রিকেটারেরই না উত্থান-পতন হয়। কেউ নিজের সেরা পারফরম্যান্স দেখায় আবার কেউ নিজের সামর্থ্য অনুযায়ী খেলতেেই পারে না। অনেকেই নিজেদের আলাদাভাবে চিনিয়েছেন। তাদের মধ্য থেকে গত দশকের সেরা ওয়ানডে একাদশ বেছে নিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। যেখানে জায়গা পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে বিশপের দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পায়নি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কোনো ক্রিকেটার। এমনকি পাকিস্তান ও তার নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারকেও নিজের দশকসেরা একাদশে রাখেননি তিনি।

বিশপের দলে ওপেনার হিসেবে আছেন ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিনে নামবেন ভারতের অধিনায়ক ও বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। টপ অর্ডার ও মিডলের সমন্বয়কারী নাম্বার ফোর পজিশনে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

এই দলে ব্যাটিং অর্ডার হিসেবে পাঁচে আছেন নিউজিল্যান্ডের রস টেইলর। এরপরই সাকিব আল হাসানকে রেখেছেন তিনি। দলের উইকেটরক্ষকের পাশাপাশি অধিনায়কের দায়িত্ব দিয়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনিকে।

একাদশের টেল এন্ডারের সবাই বোলার। আটে আছেন অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। এরপর আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলংকার লাসিথ মালিঙ্গা।

ইয়ান বিশপের দশক সেরা একাদশ :

রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেইলর, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি, মিচেল স্টার্ক, ডেল স্টেইন, রশিদ খান, লাসিথ মালিঙ্গা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের হাই-পারফরম্যান্স ইউনিটে সাকলাইন-ব্র্যাডবার্ন

পাকিস্তানের হাই-পারফরম্যান্স ইউনিটে সাকলাইন-ব্র্যাডবার্ন

বুমরাহ বাহিনীতে মার্শাল-গার্নারদের ছায়া দেখছেন বিশপ

বুমরাহ বাহিনীতে মার্শাল-গার্নারদের ছায়া দেখছেন বিশপ

কোহলিদের অস্ট্রেলিয়া সফরের তারিখ নির্ধারণ

কোহলিদের অস্ট্রেলিয়া সফরের তারিখ নির্ধারণ

যে কারণে অবসরে যাননি মাশরাফি

যে কারণে অবসরে যাননি মাশরাফি