বোলারদের মাস্ক ব্যবহারের প্রস্তাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৬ মে ২০২০
বোলারদের মাস্ক ব্যবহারের প্রস্তাব

ফাইল ছবি

করোনার পরবর্তী সময়ে ক্রিকেট ফেরাতে বেশ কিছু নিয়ম পরিবর্তনে জোর দিচ্ছে আইসিসি। যেখানে সবচেয়ে মূখ্য হয়ে দাঁড়িয়েছে বলে লালা ব্যবহার করে বলের উজ্জ্বলতা বাড়ানো। বলে লালা ব্যবহার করে বলের উজ্জ্বলতা বৃদ্ধিতে নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে আইসিসির ক্রিকেট কমিটি।

করোনা আতঙ্ক এড়াতে এই পদ্ধতি যে কার্যকরী তারও ব্যাখ্যা দিয়েছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন কমিটি। কিন্তু এত দিনের অভ্যাস হঠাৎ করে বদলানো কঠিন। ভুল করে লালা ব্যবহার করতে পারেন বোলাররা। তাই বোলারদের মুখাবরণ পরে খেলার প্রস্তাব দিলেন বর্তমান পাকিস্তানের হেড কোচ মিসবাহ-উল-হক।

তিনি বলেন, ‘এত দিনের অভ্যাস হঠাৎ করে বন্ধ করা সম্ভব নয়। অনিচ্ছাকৃতই হয়তো লালা ব্যবহার করে ফেলবে কেউ কেউ। তা বন্ধ করার একটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। তাই বোলিংয়ের সময় মুখাবোরণ ব্যবহার করুক বোলাররা। লালা ব্যবহার করার সম্ভাবনা আর হয়তো থাকবেই না।’

মিসবাহ মনে করেন, পাক পেসাররা সব চেয়ে বেশি সমস্যায় পড়বেন। কারণ, রিভার্স সুইংয়ের উপর নির্ভর করেন শাহিন শাহ আফ্রিদিরা।

তিনি বলেন, ‘আমাদের বোলাররা সব সময় বলের একটি দিকের ওজন বাড়িয়ে রাখার চেষ্টা করে থুতুর সাহায্যে। পুরনো হলে সে দিকেই বাঁক নেয় বল। এখন দেখা যাক, কী ভাবে ওরা মানিয়ে নেয়।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

১৭ বছর বয়সেই সবচেয়ে গতিময় বল করেছিলেন মাশরাফি

১৭ বছর বয়সেই সবচেয়ে গতিময় বল করেছিলেন মাশরাফি

‘সারপ্রাইজ’ নিয়ে আসছেন মুশফিক

‘সারপ্রাইজ’ নিয়ে আসছেন মুশফিক

ইচ্ছা করেই পাকিস্তানের অনেকে খারাপ খেলে

ইচ্ছা করেই পাকিস্তানের অনেকে খারাপ খেলে

জাতীয় দলে ফিরতে চান হরভজন

জাতীয় দলে ফিরতে চান হরভজন