আম্পায়ারের কাছে রাখা যাবে না টুপি-তোয়ালে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৩ মে ২০২০
আম্পায়ারের কাছে রাখা যাবে না টুপি-তোয়ালে

প্রাণঘাতি করোনাভাইরাসের করণে মার্চ থেকে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে রয়েছে। দু’মাসের বেশি সময় ধরে ক্রিকেট অঙ্গন বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেট বোর্ডগুলো। ফলে দ্রুত ক্রিকেট ফেরাতে সর্বাত্মক চেষ্টা করছে কিছু দেশের বোর্ড। যার প্রেক্ষিতে নড়চড়ে বসেছে ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি।

ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট ফেরাতে শুক্রবার (২২ মে) আলোচনা করছে আইসিসির চিকিৎসা কমিটি। সেখানে একটি নির্দেশিকা বা গাইডলাইন প্রণয়ন করেছে তারা। এ নির্দেশনা প্রযোজ্য হবে ঘরোয়া-আন্তর্জাতিকসহ যেকোন ক্রিকেট ম্যাচে।

আইসিসির চিকিৎসা কমিটি গাইডলাইনের শুরুতেই বলা হয়েছে, ক্রিকেট যখনই শুরু হোক সেটি যেন নিরাপদে শুরু হয়, সেটিই হলো প্রধান লক্ষ্য। নিজ নিজ দেশের সরকারের নির্দেশননা মেনে চলতে হবে ক্রিকেটারদের। আইসিসির মনে করছে, দলের সাথে যদি একজন চিফ মেডিক্যাল অফিসার রাখা হয়, তবে তা মেনে চলা সহজ হবে।

গাইডলাইন বলা হয়, সদস্যদের সফরের আগে অন্তত ১৪ দিনের কোয়ারেন্টিন ক্যাম্পের ব্যবস্থা করতে হবে। প্রতিটি ক্রিকেটারের শরীরের তাপমাত্রা মাপা হবে ও কোভিড-১৯ পরীক্ষা করা হবে। শুধুমাত্র আন্তর্জাতিকই নয়, ঘরোয়া ও অনুশীলন ম্যাচেও করোনা পরীক্ষা রাখার ব্যবস্থা রাখতে হবে।

গাইডলাইনে আইসিসি আরও জানায়, ক্রিকেটারেরা যেন খেলার সময় সোয়েটার, টুপি বা তোয়ালে আম্পায়ারদের হাতে তুলে না দেন। এছাড়া ক্রিকেটারদের মধ্যে সারা ম্যাচে দেড় মিটারের দূরত্ব রাখার কথাও বলে হয়েছে আইসিসি নির্দেশিকায়।

এছাড়া ক্রিকেট দলগুলোর সফরের ব্যাপারে গাইডলাইনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিজ দেশের সরকারের নির্দেশনা মেনে সফর করতে হবে। বোর্ডগুলোকে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে হবে। ফ্লাইটের ভেতর সকলের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সফরে হোটেলের এক রুমে একত্রে থাকা যাবে না। সেখানেই সতর্কতা অবলম্বন করতে হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পোলার্ড-আশরাফের চুক্তি বাতিল

পোলার্ড-আশরাফের চুক্তি বাতিল

হগের সময়ের সেরা টেস্ট একাদশে বাবর, নেই কোহলি

হগের সময়ের সেরা টেস্ট একাদশে বাবর, নেই কোহলি

স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

সাবেকদের সমালোচনায় পিছু হটলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

সাবেকদের সমালোচনায় পিছু হটলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড