বিশ্বকাপের উইন্ডোতে আইপিএল! সমালোচনায় বোর্ডার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ পিএম, ২৩ মে ২০২০
বিশ্বকাপের উইন্ডোতে আইপিএল! সমালোচনায় বোর্ডার

ফাইল ছবি

আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ নাকি ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)? এ নিয়ে আলোচনায় মুখর বিশ্বক্রীড়াঙ্গন। এবার সে আলোচনায় যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার। তিনি মনে করেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টকে আইপিএলের থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

ক্রিকেট দুনিয়ায় জোর জল্পনা, করোনাভাইরাসের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাবে। সেই জায়গায় হবে আইপিএল। পুরোটাই অবশ্য জল্পনার জায়গায়। যদি তেমনটাই হয়, তা হলে আপত্তি রয়েছে বোর্ডারের। তিনি জানান, যদি বিশ্বকাপ না হয়, তাহলে যেন আইপিএল ও না হয়।

তিনি বলেন, ‘আইপিএল তো ভারতের একটা ঘরোয়া টুর্নামেন্ট| বিশ্বকাপের থেকে তা গুরুত্বপূর্ণ হতে পারে না। যদি বিশ্বকাপ না হয়, তা হলে যেন আইপিএল-ও না হয়।’

করোনার থাবায় স্থগিত হয়ে গিয়েছে একের পর এক টুর্নামেন্ট। সম্প্রতি আইপিএল নিয়ে যে খবর ছড়িয়েছে, তাতে বলা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ বদলে গেলে সেই উইন্ডোতে আইপিএলের বল গড়াতে পারে। তিনি মনে করেন, এমনটা হলে তা খুবই খারাপ দৃষ্টান্ত তৈরি হবে।

বোর্ডার বলেন, ‘বিশ্বকাপের জায়গায় যদি আইপিএল হয়, তা হলে খুবই খারাপ দৃষ্টান্ত তৈরি হবে। যদি বিশ্বকাপের জায়গায় আইপিএল হয়, তা হলে অন্য দেশগুলোর প্রতিবাদ জানিয়ে আইপিএলে প্লেয়ার ছাড়া উচিত নয়।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট ফেরাতে আইসিসির গাইডলাইন

ক্রিকেট ফেরাতে আইসিসির গাইডলাইন

পোলার্ড-আশরাফের চুক্তি বাতিল

পোলার্ড-আশরাফের চুক্তি বাতিল

সাবেকদের সমালোচনায় পিছু হটলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

সাবেকদের সমালোচনায় পিছু হটলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!