সাবেক ক্রিকেটারদের সমালোচনার কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাতিল করেছে দেশটির সরকার। বিষয়টি নিয়ে সাবেক অধিনায়ক সনৎ জয়াসুরিয়া-মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা-রোশন মহানামা-লাসিথ মালিঙ্গা নতুন স্টেডিয়াম নিয়ে সমালোচনা করেছিলেন।
তাদের বক্তব্য ছিল, শ্রীলঙ্কায় যে সংখ্যক মাঠ আছে, সেখানেই যথেষ্ট ম্যাচ হয় না। তাই নতুন স্টেডিয়াম নির্মাণের প্রয়োজন নেই। ফলে বৃহস্পতিবার (২১ মে) সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সাবেক ক্রিকেটারদের নিয়ে এক বৈঠকে বসেছিলেন। তাদের সাথে আলোচনা শেষে নতুন স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার।
সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সাবেক ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর নতুন স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেডিয়াম তৈরির পরিবর্তে স্কুল ক্রিকেটের জন্য এ অর্থ ব্যয় করা হবে।’
শ্রীলঙ্কার সরকার ও ক্রিকেট বোর্ড একত্রে কলম্বোর হোমাগামায় ২৬ একর জমির ওপর ৪০ হাজার আসনের একটি স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নিয়েছিল। যা গত রোববার এসএলসির প্রধান নির্বাহী শাম্মি সিলভা সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়েছিলেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]