সৌরভকে আইসিসির নেতৃত্বে চান স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩০ এএম, ২২ মে ২০২০
সৌরভকে আইসিসির নেতৃত্বে চান স্মিথ

ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে দেখতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবং বর্তমানে সে দেশের বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়েম স্মিথ। তিনি জানিয়েছেন, ‘দারুণ লাগবে যদি সৌরভের মতো একজন কেউ আইসিসির নেতৃত্বে আসে।’

এই মাসেই শেষ হচ্ছে বর্তমান আইসিসি চেয়ারম্যান, ভারতেরই শশাঙ্ক মনোহরের মেয়াদ। মনোহর আগেই জানিয়েছিলেন, তিনি আর নতুন করে এই দায়িত্ব নিতে চান না। একটি টেলিকনফারেন্সে বৃহস্পতিবার (২১ মে) স্মিথ বলেন, ‘কোভিড পরবর্তী সময়ে ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনে যোগ্য নেতৃত্ব দরকার। সময় এসেছে এমন একজনকে দায়িত্ব দেওয়ার যে আধুনিক ক্রিকেটের সংস্পর্শে আছে, আবার যার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণটাও আছে।’

এর আগে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ারও বলেছিলেন, ‘আইসিসি-কে নেতৃত্ব দেওয়ার যোগ্য লোক হল সৌরভ। ও খুবই ভাল মানুষ। তা ছাড়া ওর সেই ক্ষমতাটাও আছে।’’

পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের ব্যাপারটা নিয়ে ২৮ মে আইসিসির বৈঠকে আলোচনা হওয়ার কথা। মনোহর সরে দাঁড়ালে, তার জায়গায় কে আসতে পারেন, তার ইঙ্গিত তখনই পাওয়া যেতে পারে।

টেলিকনফারেন্সে স্মিথ বলেন, ‘দারুণ লাগবে যদি সৌরভের মতো একজন কেউ আইসিসির নেতৃত্বে আসে। সৌরভ আইসিসির প্রেসিডেন্ট হলে ক্রিকেটেরই উপকার হবে। সৌরভ খেলাটা খুব ভাল বোঝে। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটও খেলেছে। তা ছাড়া ওকে সবাই সম্মানও করে।’

পাশাপাশি স্মিথ জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেওয়া যেতে পারে। বলেন, ‘বিশ্বকাপের আগে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ থাকছে, যা করোনার কারণে এখন হওয়ার সুযোগ নেই। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর হলেই ভাল হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল খেলতে আগ্রহী কেন উইলিয়ামসন

বিপিএল খেলতে আগ্রহী কেন উইলিয়ামসন

আগস্টে মাঠে গড়াচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

আগস্টে মাঠে গড়াচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

বলে লালা বন্ধের ইস্যুতে বিচলিত নন হ্যাজলউড

বলে লালা বন্ধের ইস্যুতে বিচলিত নন হ্যাজলউড

শ্রীলঙ্কা সফর নিয়ে এখনই ভাবছে না বাংলাদেশ

শ্রীলঙ্কা সফর নিয়ে এখনই ভাবছে না বাংলাদেশ