করোনার এই সময়ে ক্রিকেট মাঠে না গড়ালেও করোনার পরবর্তী সময়ে ক্রিকেটের বেশ কিছু নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে বলে লালা ব্যবহারে।
বলের উজ্জ্বলতা বৃদ্ধিতে থুতু ব্যবহার করতো পেসাররা, তবে বলে থুতুর লাগানোর ব্যাপারে নিষেধাজ্ঞার জন্য সুপারিশ করেছে আইসিসির ক্রিকেট কমিটি। তবে বলে লালা ব্যবহারের সিদ্ধান্তের বিপরীতে মোটেও বিচলিত নন অষ্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড, তার মতে এতে ক্রিকেটে কোনপ্রকার প্রভাব পড়বে না।
কয়েকদিন আগে হ্যাজলউডের সতীর্থ আরেক অজি পেসার প্যাট কামিন্স আইসিসির গৃহীত সিদ্ধান্তে পুরোপুরি নাখোশ ছিলেন। এরপরে তার বোলিং পার্টনারের এমন মন্তব্যে কিছুটা হলেও বিস্মিত হয়েছে সবাই।
এক বিবৃতিতে হ্যাজলউড জানান, ‘ অবশ্যই চাইবো লালা ব্যবহার করতে। কিন্তু সেটাতে যদি নিষেধ করা হয় তবে সবাইকেই তা মানতে হবে। তবে সত্যি কথা বলতে বোলারের হাতে বল থাকাকালিন তাতে কিছু লাগানোর প্রবৃত্তিকে দমিয়ে রাখা সত্যিই কষ্টসাধ্য। পাশাপাশি আম্পায়ারদের সবর্দা এর উপরে নজর রাখাটাও সহজ কাজ হবে না।’
বলের সুইং বিড়ম্বনা নিয়ে তিনি বলেন, ‘দেখুন লালা লাগাতে নিষেধ করা হলেও ঘামের ব্যবহারে বাঁধা নেই। ঘামের ফলে বলের একদিক ভারী হয় সেক্ষেত্রে সুইং পেতে আশা করি পেসারদের খুব একটা বেগ পেতে হবে না। আর ক্রিকেট খেলার সময় এমনিতেই হাত ঘামে আর সেই ঘাম স্বভাবতই বলের উপরে নিঃসৃত হয়। আশা করি আইসিসি ঘামের পন্থাটা বাতিলের খাতায় ফেলবে না।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]