ওয়ার্নের অভিযোগ উড়িয়ে দিলেন ওয়াহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৯ মে ২০২০
ওয়ার্নের অভিযোগ উড়িয়ে দিলেন ওয়াহ

ফাইল ছবি

স্টিভ ওয়াহ আমার দেখা সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার। কয়েকদিন আগে সাবেক অজি তারকা ও সতীর্থকে নিয়ে এমন অভিযোগ করেছিলেন শেন ওয়ার্ন। ওয়ার্নের এমন অভিযোগকে অবশ্য উড়িয়ে দিয়েছেন স্টিভ ওয়াহ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সম্প্রতি একটি ভিডিও আপলোড হয়। সেখানে লেখা হয়, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৪টি রান আউটের সাথে জড়িত ছিলেন স্টিভ। এর মধ্যে ৭৩বার রান আউট হয়েছেন স্টিভের পার্টনার। এখানে সেই সব দুর্ভাগাদের ভিডিও।’

ওই ভিডিওর পর টুইট করেন ওয়ার্ন। বলেন, ‘রেকর্ডের কারণে ১ হাজার বার বলছি, আমি স্টিভকে ঘৃণা করি না। তবে সে খুবই স্বার্থপর ক্রিকেটার ছিল। সম্প্রতি আমার পছন্দের সেরা অস্ট্রেলিয়ান দলে তাকে নেওয়া হয়েছে। কিন্তু আমি যতজনের সাথে খেলেছি তার মধ্যে স্টিভ সবচেয়ে বেশি স্বার্থপর ক্রিকেটর।’

ওয়ার্নের আক্রমণের কোনও জবাবই দিতে চাননি ওয়াহ। দু’ জনের মধ্যে সম্পর্ক ভাল নয় সেই খেলার সময় থেকেই। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দল থেকে বাদ পড়েছিলেন ওয়ার্ন। সেই সময়ে ওয়াহ অধিনায়ক ছিলেন।

ওয়ার্ন প্রথম বার দল থেকে বাদ পড়েন। সেই সময়ে অ্যালান বর্ডারও কিংবদন্তি লেগ স্পিনারের পাশে দাঁড়িয়েছিলেন। ওয়ার্নকে বাদ দেওয়া প্রসঙ্গে ওয়াহ বলেছিলেন, ‘‘দলের স্বার্থে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল।’’

দু’ জনেই ক্রিকেট ছেড়ে দিয়েছেন বহুদিন। কিন্তু সম্পর্ক জোড়া লাগেনি এখনও। সুযোগ পেলেই ওয়ার্ন আক্রমণ করে বসেন ওয়াহকে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেন্ডুলকারের দাঁড়িয়ে সুবিধা, আমার নড়াচড়ায় : কোহলি

টেন্ডুলকারের দাঁড়িয়ে সুবিধা, আমার নড়াচড়ায় : কোহলি

আম্পায়ার বাছাইয়ে সুযোগ বাড়ছে আয়োজক দেশের

আম্পায়ার বাছাইয়ে সুযোগ বাড়ছে আয়োজক দেশের

ভারতের ক্রিকেটকে বদলে দিয়েছেন সৌরভ : নাসের হুসেন

ভারতের ক্রিকেটকে বদলে দিয়েছেন সৌরভ : নাসের হুসেন

বাংলা টাইগার্সের টিম ডিরেক্টর হলেন ক্লুজনার

বাংলা টাইগার্সের টিম ডিরেক্টর হলেন ক্লুজনার