ভারতের ক্রিকেটকে বদলে দিয়েছেন সৌরভ : নাসের হুসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৯ মে ২০২০
ভারতের ক্রিকেটকে বদলে দিয়েছেন সৌরভ : নাসের হুসেন

ফাইল ছবি

লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি উড়িয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সারা জীবনের জন্য সেই দৃশ্য মনে জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে সে দৃশ্যের সাক্ষী ছিলেন নাসের হুসেন।

মাঠে দাঁড়িয়ে সেই নতুন ভারতীয় দলের হার-না-মানা মানসিকতা দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন তিনি। সাবেক ইংল্যান্ড অধিনায়ক জানিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেটের প্রথাগত মানসিকতার আমূল পরিবর্তন করে দিয়েছিলেন সৌরভ। তিনি অধিনায়ক হওয়ার আগে অনেক নরমসরম দল ছিল ভারত।

একটি চ্যানেলে কথোপকথনে নাসের বলেন, ‘ভারতীয় ক্রিকেটকে একেবারে বদলে দিয়েছে সৌরভ। আগে কিন্তু ভারত খুবই নরমসরম দল ছিল। সৌরভ আসার পরে প্রত্যেকে আগ্রাসী মেজাজ দেখাতে শুরু করে মাঠে।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানিয়েছেন, লর্ডসের ব্যালকনিতে সৌরভের অভিনব উৎসবের কারণ অবশ্যই ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। ভারতে ওয়ান ডে সিরিজ ড্র করার পরে ওয়াংখেড়েতে জামা খুলে মাঠের মধ্যে দৌড়েছিলেন ফ্লিনটফ। লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে পাল্টা জবাব দিতে ভোলেননি সৌরভ।

নাসেরের কথায়, ‘ভারতে ফ্লিনটফ অসাধারণ খেলেছিল। সিরিজ নির্ণায়ক ম্যাচে শেষের ওভারে দুরন্ত বল করেছিল। শেষ উইকেট পাওয়ার পরে আবেগ ধরে রাখতে পারেনি। জামা খুলে ফেলেছিল মাঠেই। সেই দৃশ্যটা মনে রেখেছিল সৌরভ।’

ন্যাটওয়েস্ট ফাইনালের ঘটনা টেনে এনে হুসেন আরও বলেন, ‘সেই সময়ে ৩২৫ রান কিন্তু কম ছিল না। সেই রান তাড়া করে জেতা অবশ্যই কঠিন ছিল। কিন্তু সৌরভ জানতো, উইকেট একেবারে ব্যাটিং সহায়ক। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে শুরু করে ও (সৌরভ)। তার পরেও ১৪৬ রানে পাঁচ উইকেট তুলে নিয়েছিলাম আমরা। তার পরে জেতার জন্য আর কী করতে হত?’

ভারত সেই ঐতিহাসিক ম্যাচ জেতে যুবরাজ সিংহ ও মোহম্মদ কাইফের দুরন্ত ইনিংসের সৌজন্যে। ৬৩ বলে ৬৯ রান করেন যুবরাজ। ৭৫ বলে ৮৭ রানে অপরাজিত ছিলেন কাইফ। হুসেন বলছিলেন, ‘শেওয়াগ, সৌরভ, শচীন, দ্রাবিড়কে আউট করার পরে ভাবিনি আমরা হারবো।

সৌরভ নিজেও স্বীকার করেছিল, ও ভাবেনি ম্যাচ জিতে যাবে। কিন্তু কাইফের জন্য সেই ম্যাচ মনে রাখা উচিত প্রত্যেকের। কী অসাধারণ ধৈর্যের পরীক্ষা দিয়েছিল। বুঝেছিলাম, ম্যাচ হেরেছি। কিন্তু জিতেছিল ক্রিকেট।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির রান তাড়ায় মুশফিকরাও সাহায্য করেন

কোহলির রান তাড়ায় মুশফিকরাও সাহায্য করেন

বাংলা টাইগার্সের টিম ডিরেক্টর হলেন ক্লুজনার

বাংলা টাইগার্সের টিম ডিরেক্টর হলেন ক্লুজনার

বলে লালা বন্ধে আইসিসির কমিটির সুপারিশ

বলে লালা বন্ধে আইসিসির কমিটির সুপারিশ

জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান

জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান