ক্রিকেট ক্যারিয়ার শেষে ধারাভাষ্য কিংবা কোচিং করানোকে নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছেন অনেক সাবেক ক্রিকেটার। দীর্ঘদিন হলো অবসর নিলেও এখন পর্যন্ত ধারাভাষ্য কিংবা কোচিং ক্যারিয়ারের দিকে হাঁটেননি ভারতের সাবেক অলরাউন্ডার যুবারজ সিং।
এখন পর্যন্ত কোনটা ঠিক বেছে না নিলেও সামনের দিনে ধারাভাষ্যে নয় বরং কোচিং পেশায় নিজেকে জড়াতে চান যুবরাজ সিংহ। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের সাথে ইনস্টাগ্রাম লাইভ সেশনে এমনটাই জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমি সম্ভবত কোচিং শুরু করব। ধারাভাষ্যের চেয়ে কোচিং করাতেই বেশি আগ্রহী। এক দিনের ক্রিকেট সম্পর্কে আমার জ্ঞান রীতিমতো গভীর। চার, পাঁচ বা ছয় নম্বরে যাঁরা ব্যাট করতে নামবে এমন ক্রিকেটারদের কাছে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারব। ওই পজিশনে ব্যাট করতে কী ধরনের মানসিকতার প্রয়োজন, সেটা বলতে পারব। আমি সম্ভবত মেন্টর হতে চাইব শুরুতে। সেটা ঠিকঠাক চললে তার পর পুরো সময়ের কোচ হওয়ার কথা ভাবব।”
ভারতের কয়েকটা রাজ্যে নিজের একাডেমি রয়েছে যুবরাজের। তবে আইপিএলের কোনও দলের সাপোর্ট স্টাফ নন তিনি বা অন্য কোনও দলের সঙ্গেও তিনি যুক্ত নন। প্রথমে মেন্টর হিসেবে কাজ করতে চান তিনি। সে ক্ষেত্রে আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি বা কোনও আন্তর্জাতিক দলের সঙ্গে যুক্ত হতে পারেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]