আফ্রিদির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৬ মে ২০২০
আফ্রিদির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ

ফাইল ছবি

করোনার এই সঙ্কটময় পরিস্থিতিতে অসহায় মানুষকে সহায়তা করে বারবার শিরোনামে আসছেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। অন্যদিকে দুদিন পরপর বিস্ফোরক মন্তব্য করে সংবাদমাধ্যম গরম করছেন নিষেধাজ্ঞায় থাকা দেশটির স্পিনার দানিশ কানেরিয়া।

এবার আফ্রিদিকে নিয়েই বোমা ফাটালেন কানেরিয়া। বৈষম্যপূর্ণ আচরণের জন্য সতীর্থ অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে অভিযুক্ত করলেন তিনি। সবদিক থেকেই সবসময় আফ্রিদি তার বিরুদ্ধে অবস্থান নিতেন বলে জানালেন ক্যানেরিয়া।

সংবাদ সংস্থা পিটিআইকে ক্যানেরিয়া বলেন, ‘আমরা দুজন যখন ঘরোয়া ক্রিকেটে একই বিভাগের হয়ে কিংবা ওয়ানডেতে একসাথে খেলতাম সে সবসময় আমার পিছনে লেগে থাকতো। একজন লোক যখন সব সময় আপনার বিরুদ্ধে থাকেন এবং আপনি সে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে ধর্ম ছাড়া আর কি কারণ থাকতে পারে এর পেছনে?’

এই লেগ স্পিনারের বিশ্বাস আফ্রিদি তার বিরুদ্ধে না দাঁড়ালে ওয়ানডে ম্যাচের সংখ্যাও বাড়তে পারতো আরও, আমি তার কারণে অতিরিক্ত ওয়ানডে খেলতে পারিনি এবং সে বাজেভাবে আমাকে পরিচালনা করেছিল। যখন আমরা ঘরোয়া লিগে একই বিভাগে খেলতাম তখন সে অধিনায়ক ছিল।

সে অন্যদের সমর্থন দিলেও আমাকে কখনোই সমর্থন করতো না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে হয় এর পরেও আমি পাকিস্তানের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পেরেছি।

উল্লেখ্য, অনিল দলপতের পর দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে জড়ান দানিশ ক্যানেরিয়া।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাপেলের মন্তব্যে চটেছেন যুবরাজ

চ্যাপেলের মন্তব্যে চটেছেন যুবরাজ

ভুল স্বীকার করায় শাস্তি থেকে বেঁচে গেলেন গেইল

ভুল স্বীকার করায় শাস্তি থেকে বেঁচে গেলেন গেইল

একমাত্র বাংলাদেশেই ভারত কখনো সমর্থন পায় না : রোহিত

একমাত্র বাংলাদেশেই ভারত কখনো সমর্থন পায় না : রোহিত

গভীর রাত পর্যন্ত সৌরভের কলের অপেক্ষায় ছিলেন তামিম

গভীর রাত পর্যন্ত সৌরভের কলের অপেক্ষায় ছিলেন তামিম