ভারতের কাছে বিশ্বকাপ হারার কারণ জানালেন হোল্ডিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৫ মে ২০২০
ভারতের কাছে বিশ্বকাপ হারার কারণ জানালেন হোল্ডিং

দীর্ঘ ৩৭ বছর আগে ১৯৮৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হট ফেভারিট হয়েও ভারতের কাছে ম্যাচ হারে শিরোপা খোয়ায় ওয়েস্ট ইন্ডিজ। ওই ফাইনাল হারের কারণ কি? এমন প্রশ্নের জবাবে ৩৭ বছর পর ফাইনাল হারের কারণ জানালেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার মাইকেল হোল্ডিং।

তিনি বলেন, ‘ওই ফাইনালে আমরা নিজেদের সেরা দলই ভেবেছি। ভারতকে হালকাভাবে নেওয়ায় বিশ্বকাপের ফাইনাল হারতে হয়েছিলো আমাদের।’

১৯৭৫ ও ১৯৭৯ সালে ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরেই শিরোপা জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৩ সালে তৃতীয় বিশ্বকাপের ফাইনালেও উঠেছিলো ক্যারিবীয়রা। হ্যাট্টিক শিরোপা জয়ে প্রবল সম্ভাবনাই ছিল তাদের। কারণ সবদিক বিচারে শক্তিশালী এক দল ওয়েস্ট ইন্ডিজ। আবার প্রতিপক্ষ ছিল ভারত। তাই ক্যারিবীয়দের পক্ষেই বাজির দর বেশি ছিল।

নিজেদের শক্তিশালী মনে করায়, প্রতিপক্ষ ভারতকে হালকাভাবে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর সেটিই কাল হয়ে দাঁড়ায় ক্যারিয়বীয়দের। ১৮৪ রানের মামুলি টার্গেট র্স্পশ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৪০ রানে গুটিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৪৩ রানে ম্যাচ হারে ক্লাইভ লয়েডের দল। ফলে হ্যাট্টিক শিরোপা স্বপ্নই থেকে যায় ওয়েস্ট ইন্ডিজের।

ফাইনালে ভারতকে হালকাভাবে নেওয়ায়, ম্যাচ হেরেছিলেন বলে জানান হোল্ডিং, ‘আমরা হয়ত আত্মতুষ্ট ছিলাম। বিশ্বকাপের ফাইনালে ভারত সমস্যা করতে পারে বলে ভাবিনি। অবশ্য বিশ্বকাপের আগে তারা আমাদের বেশ কয়েকবার হারিয়েছিল। কিন্তু আমরা বরাবরই ভেবেছি যে, ভারতকে ঠিক হারিয়ে দেব। বিশেষ করে আমাদের যা পেস আক্রমণ ছিল, সেটাই প্রধান ভরসা ছিল।’

বিশ্বকাপের তৃতীয় আসরের ফাইনালে মাত্র ১৮৩ রানে অলআউট হয় ভারত। তখনই ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত হয়ে যায়, হ্যাট্টিক শিরোপা পাচ্ছেন তারাই। পুরনো স্মৃতি মনে করিয়ে হোল্ডিং বলেন, ‘১৮৪ রানের টার্গেট, আমরা তখন ধরেই নিয়েছিলাম, আমরাই চ্যাম্পিয়ন হচ্ছি। এত কম রানের টার্গেটে নিশ্চিত হয়েছিলাম, ফাইনাল সহজেই জিতবো। কিন্তু স্বপ্ন ভঙ্গ হয় আমাদের।’

প্রতিপক্ষকে হালকাভাবে নিলেই এমন হয় বলে জানান হোল্ডিং, ‘প্রতিপক্ষকে হালকা ভাবে নিলে ম্যাচ হার নিশ্চিত। ১৯৮৩ সালের ফাইনাল সেটি শিক্ষা দিয়েছে আমাদের। ভারত ছিল আন্ডারডগ। তাদের হারানোর কিছু ছিল না। আমরা হালকা মেজাজে ছিলাম।

কপিল ও তার দল মাঠে নেমে নিজেদের উজাড় করে দিয়েছিল। আমাদের চমকে দিয়েছিল। আমরা ছিলাম অতিরিক্ত আত্মবিশ্বাসী। ভেবেছিলাম সহজেই জিতে যাব। কিন্তু সবই শেষ হয়ে গেলো আমাদের ভুলে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে দক্ষিণ আফ্রিকার কনওয়ে

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে দক্ষিণ আফ্রিকার কনওয়ে

বাংলাদেশের আরেক সাবেক ক্রিকেটার করোনায় আক্রান্ত

বাংলাদেশের আরেক সাবেক ক্রিকেটার করোনায় আক্রান্ত

কোহলি সেরা ব্যাটসম্যান, তবে সেরা ক্যাপ্টেন ধোনি : ধাওয়ান

কোহলি সেরা ব্যাটসম্যান, তবে সেরা ক্যাপ্টেন ধোনি : ধাওয়ান

আগ্রাসী ধোনিকে শান্ত বানিয়েছিলেন চ্যাপেল

আগ্রাসী ধোনিকে শান্ত বানিয়েছিলেন চ্যাপেল