ক্রিকেটার ও কোচ আশিকুর রহমানের পর বাংলাদেশের আরেক সাবেক ক্রিকেটারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি হলেন- সজিব দাস। এক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে ওয়ারি ও ভিক্টোরিয়ার অধিনায়কত্ব করেছেন তিনি।
জানা গেছে, সপ্তাহখানেক আগে সপরিবারে ফরিদপুরের সদরপুরে শ্বশুরবাড়ি গিয়েছিলেন সজিব। বৃহস্পতিবার (১৪ মে) সেখানেই তার করোনা শনাক্ত হয়েছে। একই সাথে তার মায়ের শরীরেও করোনা পজিটিভ ধরা পড়েছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মায়ের সঙ্গে শ্বশুর বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।
২০০৭ সালে ক্রিকেট ছেড়ে একটি বেসরকারির প্রতিষ্ঠানে চাকরি নেওয়া সজিব দাস জানিয়েছেন তিনি এখনো সুস্থ আছেন। তবে পরিবার নিয়ে চিন্তিত।
তিনি বলেন, আইসোলেশন নিয়ে বেশি চিন্তা করছি। গ্রামের বাড়ি, আমি আর মা একটা রুমে আছি। আরেকটা ঘরে বাকি ১১ জন থাকছে। স্ত্রী-সন্তানের নেগেটিভ এসেছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]