নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুটি হোম সিরিজ স্থগিত করার ঘোষণা দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে চলতি বছরের জুন ও জুলাই মাসে আয়ারল্যান্ডে এ সিরিজ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (১৪ মে) ক্রিকেট আয়ারল্যান্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। করোনাভাইরাসের মাঝে সংক্রামণ থেকে রক্ষা পেতেই এ সিরিজ স্থগিত করা হয়েছে।
২০২০ সালের ১৯ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে কিউইদের বিপক্ষে ঘরের মাটিতে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ছিল আয়ারল্যান্ডের। এ সিরিজের পরপরই ১২ ও ১৪ জুলাই ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি খেলার কথা ছিল তাদের।তবে সাম্প্রতিক করোনা ভাইরাসের কারণে তা স্থগিত করা হয়েছে।
এমনকি একই কারণে সেপ্টেম্বরে আইরিশদের ইংল্যান্ড সফর নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে ক্রিকেট আয়ারল্যান্ড বিজ্ঞপ্তিতে জানায়, ইংলিশদের বিপক্ষে সিরিজটি এখনও আলোচনাধীন।
এ সম্পর্কে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম বলেছেন, রিপাবলিক এবং যুক্তরাজ্য সরকারের ঘোষণায় নিউজিল্যান্ড সিরিজটি সম্ভব হবে না বলে মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল। আমরা এর আগেও বলেছি যে, কিছু ফিক্সচারের ভাগ্য ভ্রমণ দলের সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হতে পারে। এখানে এটিই ঘটেছে।
তিনি আরও বলেন, আমরা বোর্ড সভায় সুপারিশ নিচ্ছিলাম, সভার প্রাক্কালে নিউজিল্যান্ড ক্রিকেট আমাদের সাথে যোগাযোগ করে জানিয়েছিল যে, তারা ভ্রমণ করতে পারছে না। অবশ্য এটি উত্তর আয়ারল্যান্ডের ভক্তদের জন্য হতাশার। তবে আর কোনও উপায় ছিল না।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]