ম্যাচ আয়োজনে আর্চারের অভিনব প্রস্তাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৪ মে ২০২০
ম্যাচ আয়োজনে আর্চারের অভিনব প্রস্তাব

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দু’মাস ধরে স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। কিছু কিছু ক্রিকেট বোর্ড মাঠে খেলা ফেরানোর পরিকল্পনা করছে। তবে সেটি হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। ইতোমধ্যে এমন ঘোষণা দিয়ে রেখেছে ক্রিকেট বোর্ডগুলো।

ক্রিকেট বোর্ডগুলোর পরিকল্পনার সাথে একমত পোষণ করলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী পেসার জোফরা পেসার। সাথে দিলেন অদ্ভুত প্রস্তাবও। রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলা হলেও, পুরো স্টেডিয়ামই থাকবে নীরব। শুধুমাত্র মাঠের ভেতর খেলোয়াড়দের কথা শুনতে পাওয়া যাবে।

তবে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ছাড়াও, দর্শকদের চিৎকারের আয়োজন করার অভিনব প্রস্তাব দিলেন আর্চার। রেকর্ড করা দর্শকদের চিৎকার, গান-মিউজিক স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে বাজানোর প্রস্তাব দিয়েছেন ইংল্যান্ডের এই ডান-হাতি পেসার।

ডেইলি মেইলকে আর্চার বলেন, ‘দীর্ঘদিন হয়ে গেল, ক্রিকেট থেকে দূরে আমরা। তবে ক্রিকেট মাঠে ফেরানোর পরিকল্পনা চলছে। দর্শক ছাড়া ক্রিকেট খেলাটা কঠিনই হবে। তারপরও বর্তমান পরিস্থিতিতে সব মেনে নিতে হবে। তবে স্টেডিয়ামে দর্শকদের রাখার উপায়ও আছে। আর সেটি হলো, দর্শকদের করতালি-চিৎকার, গান-মিউজিক বাজিয়ে, দর্শকভরা স্টেডিয়ামের আবহ তৈরি করলে সেটি ভালো হবে।

কেউ চার-ছক্কা মারলে, হাফ-সেঞ্চুরি ও সেঞ্চুরি করলে বা উইকেট পড়লে স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে শব্দের ব্যবস্থা করা যেতে পারে। তখন আমাদের মনে হবে না গ্যালারি শূন্য। তবে তাকিয়ে দেখার পর, সেটি খালি দেখলে, নিজের মনকে মানিয়ে নিবো।’

আগামী পহেলা জুলাই পর্যন্ত ইংল্যান্ডে সব ধরনের ক্রিকেট স্থগিত রেখেছে ইংল্যান্ড। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা ইংলিশদের। কারণ জুলাই-আগস্টে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। অবশ্য ওই দু’টি সিরিজের আগে প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে চায় ইংলিশরা। আইরিশদের সিরিজের সূচি আছে, সেপ্টেম্বরে।

এ ব্যাপারে আর্চার বলেন, ‘ক্রিকেট মাঠে ফেরানোর ভালো পরিকল্পনা হচ্ছে। তবে বর্তমান অবস্থা ভালো করে পর্যবেক্ষন করতে হবে। খেলোয়াড়-ম্যাচ অফিসিয়ালদের যাতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে বোর্ডকে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

খেলোয়াড়দের মাঠে ফেরাতে গাইডলাইন দিয়েছে ইসিবি

খেলোয়াড়দের মাঠে ফেরাতে গাইডলাইন দিয়েছে ইসিবি

কোহলির চোখে ভারতের সেরা ফিল্ডার যিনি

কোহলির চোখে ভারতের সেরা ফিল্ডার যিনি

ডু প্লেসিসের চোখে বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন

ডু প্লেসিসের চোখে বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন

নিলাম থেকে সরে দাঁড়ালেন আশরাফুল!

নিলাম থেকে সরে দাঁড়ালেন আশরাফুল!