ডু প্লেসিসের চোখে বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৪ মে ২০২০
ডু প্লেসিসের চোখে বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন

ফাইল ছবি

সময়ের বিবর্তনে বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ দলের পারফরম্যান্সের উন্নতিতে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। প্রোটিয়া এই ব্যাটসম্যান মনে করেন, বাংলাদেশ দল আগের চেয়ে এখনকার দল বেশ পরিণত। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে বেশ শক্তিশালী টাইগাররা।

২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে প্রথম খেলেছিলেন ফাফ ডু প্লেসিস। এরপর আরও কয়েকবার তাই তো বাংলাদেশের বর্তমান ও অতীতের দলের পার্থক্যটা ভালোই জানা ফাফের। তামিমের সাথে লাইভ আড্ডায় নিজের অভিজ্ঞতা থেকে তুলনা করলেন আগের বাংলাদেশ দলের সঙ্গে এখনকার দলের।

তিনি মনে করেন, এক সময় বাংলাদেশ দল নির্ভর করত দু-একজন ক্রিকেটারের ওপর। তাদেরকে থামাতে পারলেই নিশ্চিত হয়ে যেত জয়। এখন বদলে গেছে বাস্তবতা, এই দলে অনেক পারফরমার।

তিনি বলেন, “আগে বাংলাদেশ দল দু-একজন ক্রিকেটারের ওপর নির্ভর করত। ওই উইকেট দুটি নিলেই কাজ সহজ হয়ে যেত। এখন দলটা গড়ে উঠেছে, আরও অনেক ক্রিকেটার উঠে এসেছে। স্পিনারদের ব্যাপার তো আছেই। সাকিব সবসময়ই দারুণ স্পিনার ছিল, এখন আরও বেশ কজন স্পিনার এসেছে।”

তিনি আরও বলেন, “ফাস্ট বোলাররাও ভালো হয়ে উঠছে। উপমহাদেশের দলগুলির জন্য এটা সবসময়ই বড় ব্যাপার। দেশের বাইরে গেলে সবসময়ই চ্যালেঞ্জ সেটি, পেস আক্রমণ কতটা ভালো। অনেক ম্যাচ খেলা হচ্ছে বলে তোমাদের ব্যাটিংও ভালো হয়েছে।”

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিলাম থেকে সরে দাঁড়ালেন আশরাফুল!

নিলাম থেকে সরে দাঁড়ালেন আশরাফুল!

করোনার মাঝেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে ফিরছে ক্রিকেট

করোনার মাঝেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে ফিরছে ক্রিকেট

ইংল্যান্ড সফর এখনই স্থগিতের পক্ষে নয় পাকিস্তান

ইংল্যান্ড সফর এখনই স্থগিতের পক্ষে নয় পাকিস্তান

৪ হাজার কোটি রুপি ক্ষতির মুখে বিসিসিআই

৪ হাজার কোটি রুপি ক্ষতির মুখে বিসিসিআই