সম্প্রতি র্যাংকিং তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর তাতে ভারত নেমে গিয়েছে তিন নম্বরে। ভারতকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া আর দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড।
এই র্যাংকিংয়ে রীতিমতো অবাক ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। আইসিসির র্যাংকিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তীব্র সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, ‘‘কোন দিক থেকে অস্ট্রেলিয়া এক নম্বর? দেশে ও দেশের বাইরে ভারতই সব থেকে কঠিন দল। দক্ষিণ আফ্রিকায় গিয়ে জিতেছে, ইংল্যান্ডে জিতেছে, এমনকি অস্ট্রেলিয়ার মাটিতেও জিতেছে। অনেক দেশই কিন্তু এ ভাবে দেশের বাইরে গিয়ে জিততে পারেনি।’’
টানা ৪৩ মাস টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে ছিল ভারত। চলতি মাসের শুরুতে আইসিসির র্যাংকিংয়ে শীর্ষস্থান হারায় ভারত। গম্ভীর বলেন, ‘‘আমি পয়েন্ট ও র্যাংকিং সিস্টেমে বিশ্বাসী নই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই যেমন। বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিতলেও যা পয়েন্ট ঘরে জিতলেও একই পয়েন্ট! এ রকম হয় নাকি?’’
তিনি আরও বলেন, ‘‘আমার মতে, ভারতই এক নম্বর টেস্ট দল। অস্ট্রেলিয়া এক নম্বর দল, এটা নিয়ে আমার মধ্যে সন্দেহ রয়েছে। অস্ট্রেলিয়া তো ঘরের বাইরে খুবই খারাপ পারফর্ম করেছে। বিশেষ করে উপমহাদেশে তো খুবই খারাপ খেলেছে অস্ট্রেলিয়া।’’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]