কোহলির দলে কমপ্লিট প্যাকেজ নেই : মোহাম্মদ কাইফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৩ পিএম, ১১ মে ২০২০
কোহলির দলে কমপ্লিট প্যাকেজ নেই : মোহাম্মদ কাইফ

ফাইল ছবি

বিরাট কোহলির বর্তমান দলে ভালো ফিল্ডার অনেকেই রয়েছেন। কিন্তু কোনও ফিল্ডারের মাঝেই ‘কমপ্লিট প্যাকেজ’ নেই। এমনটাই মনে করছেন, ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

ভারতের হয়ে একশোরও বেশি ওয়ানডে খেলা কাইফ বিখ্যাত ছিলেন ফিল্ডিংয়ের জন্য। ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের মতো ম্যাচ-জেতানো ইনিংসের নায়ক একসময় ফিল্ডিংয়ের জোরেই টিকে ছিলেন জাতীয় দলে। পয়েন্টে যুবরাজ সিংহ আর এক্সট্রা কভারে তার উপস্থিতি চাপে রাখতো প্রতিপক্ষের ব্যাটসম্যানদের।

এক ইউটিউব চ্যানেলে কাইফ বলেন, “কমপ্লিট প্যাকেজ হতে গেলে ক্যাচ ধরায় দক্ষতা থাকতে হবে, নিয়মিত স্টাম্পে বল লাগাতে হবে, দ্রুত দৌড়তে হবে, ছুটন্ত বলকে ধরার জন্য সঠিক টেকনিকেরও দরকার হবে।”

নিজের উদাহরণ টেনে এনে কাইফ বলেন, “আমরা যখন খেলতাম, আমি আর যুবরাজ ভালো ফিল্ডার হিসেবে নিজেদের চিহ্নিত করেছিলাম। এখন ভারতীয় দলে অনেক ভাল ফিল্ডার রয়েছে। কিন্তু ফিল্ডার হিসেবে কমপ্লিট প্যাকেজ কারও আছে বলে মনে হয় না। স্লিপে ক্যাচ নেওয়া, শর্ট-লেগে ক্যাচ নেওয়া, দ্রুত দৌড়ে লং বাউন্ডারি থেকে ফিল্ডিং করতে পারবে। সেই প্যাকেজটা আমার মনে হচ্ছে নেই।”

যদিও রবীন্দ্র জাদেজার প্রশংসা শোনা গেছে কাইফের মুখে। তিনি বলেন, “জাদেজা ভালো ফিল্ডার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ও উন্নতি করছে। তবে ভারতের স্লিপ ফিল্ডিংয়ে উন্নতির অনেক জায়গা আছে।”

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ আফগান ক্রিকেটার

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ আফগান ক্রিকেটার

ক্রিকেট শুরুতে আইসিসির প্রটোকলের অপেক্ষায় বিসিবি

ক্রিকেট শুরুতে আইসিসির প্রটোকলের অপেক্ষায় বিসিবি

সি ক্যাটাগরিতে নেমে যাচ্ছেন সরফরাজ

সি ক্যাটাগরিতে নেমে যাচ্ছেন সরফরাজ

শেষ টেস্টে মাকে সাক্ষী রেখে খেলেছিলেন শচীন

শেষ টেস্টে মাকে সাক্ষী রেখে খেলেছিলেন শচীন