দর্শকশূন্য মাঠে অস্ট্রেলিয়ার সুবিধা দেখছেন খাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১১ এএম, ১০ মে ২০২০
দর্শকশূন্য মাঠে অস্ট্রেলিয়ার সুবিধা দেখছেন খাজা

ফাইল ছবি

অক্টোবরে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু হওয়ার কথা রয়েছে ভারতের। এরপরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া ডিসেম্বরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বিরাট কোহলি-টিম পেইনরা।

কিন্তু করোনার প্রকোপে সেই সিরিজ আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। আর যদি হয় তাহলে দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচ আয়োজন করার সম্ভাবনা বেশি। এমনটাই যদি হয় সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ারই সুবিধা হবে। এমনটাই মনে করেন বাঁ-হাতি ব্যাটসম্যান উসমান খাজা।

২০১৮ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। সে দলের অন্যতম সদস্য ছিলেন খাজা। তিনি মনে করছেন, তার দেশেও ভারতীয় সমর্থকদের অভাব নেই। মেলবোর্ন অথবা সিডনিতে খেলার সময় তিনি নিজেও বুঝতে পারছিলেন না, ম্যাচটি ভারতে হচ্ছে না অস্ট্রেলিয়ায়।

খাজা বলেন, ‘‘দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হলে অস্ট্রেলিয়াই সুবিধা পাবে। কারণ, গত বার ওরা যখন এসেছিল, মনে আছে মেলবোর্নে ওদের সমর্থনই বেশি ছিল। ভারত ভাল খেলতে শুরু করলে প্রচণ্ড উত্তেজিত হয়ে যায় ওরা। তখন বোঝা যায় না কোথায় আছি।’’

তিনি আরও বলেন, ‘‘অদ্ভুত অনুভূতি। ভারতে খেলা হলে ভারতীয় সমর্থন বেশি থাকবে, সেটা প্রত্যাশিত। কিন্তু নিজের দেশেও যদি ওদের সমর্থন বেশি শুনি, অদ্ভুত লাগে।’’

শুধু মেলবোর্ন নয়। সিডনিতেও একই অনুভূতি হয় খাজার। তার ভাষ্যমতে, ‘‘সিডনিতেও অস্ট্রেলিয়ার সমর্থকদের চেয়ে ভারতীয় সমর্থকই বেশি ছিল। ওদের উৎসাহ দেখে বোঝাই যায় না কোথায় খেলছি।’’

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরে বিমর্ষ হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারকে ছাড়াই কঠিন পরীক্ষা দিতে হয়েছিল তাদের।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘বিলম্বিত বিশ্বকাপ’ বাংলাদেশের জন্য আশীর্বাদ

‘বিলম্বিত বিশ্বকাপ’ বাংলাদেশের জন্য আশীর্বাদ

ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে সমস্যা দেখছেন না মিসবাহ

ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে সমস্যা দেখছেন না মিসবাহ

প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক হতে চান মহারাজ

প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক হতে চান মহারাজ

প্রয়োজনে পরিবার থেকে দুরে থাকতেও প্রস্তুত উড

প্রয়োজনে পরিবার থেকে দুরে থাকতেও প্রস্তুত উড