ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে সমস্যা দেখছেন না মিসবাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৯ মে ২০২০
ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে সমস্যা দেখছেন না মিসবাহ

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে সবধরনের খেলা। তবে প্রোটোকল ও নিয়ম মেনে দর্শক শূন্য মাঠে ক্রিকেট ম্যাচ আয়োজনে কোন সমস্যা দেখছেন না পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ মিসবাহ-উল-হক।

করোনাভাইরাসের কারণে মার্চ থেকেই বিশ্বের সকল খেলাধুলাই বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হলেও দীর্ঘদিন হয়ে যাওয়ায় মাঠে খেলার ফেরানোর চেষ্টায় বিশ্বের সকল দেশই। অনেকে বলছেন, রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলা আয়োজন করলে সংক্রমণ ছড়াবে না। আবার অনেকে বলছেন, ফাঁকা স্টেডিয়ামে খেলার উত্তেজনাটা পাওয়া যাবে না। সেক্ষেত্রে খেলাটা সৌন্দর্য হারাবে।

তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ মিসবাহ, ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে কোন সমস্যা দেখছেন না। পুনরায় ক্রিকেট শুরু হবে এতে খুশি মিসবাহ। তবে সকল নিয়ম মেনেই শুরু করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

মিসবাহ বলেন, ‘করোনাভাইরাসের কারণে বর্তমান সময়টা মোটেও সুখকর নয় এবং অবশ্যই সকলের স্বাস্থ্য ও সুস্থতা আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। কিন্তু সকল সুরক্ষা মেনে ফাঁকা স্টেডিয়ামে খেলা হয়, তবে এতে আমার কোন সমস্যা নেই।’

মার্চে করোনাভাইরাসের প্রার্দুভাবের পর পাকিস্তান সুপার লিগ স্থগিত হয়ে যায়। ফলে দু‘মাস ধরে ক্রিকেটাররা খেলাধুলা থেকে দুরে রয়েছেন। সকলেই গৃহবন্দি। তাই এ অবস্থায় ক্রিকেট ফিরলে সকলের জন্য ভালো হবে বলে মনে করেন মিসবাহ।

তিনি বলেন, ‘প্রত্যেকেই আবদ্ধ হয়ে আছে এবং আমি মনে করি এ অবস্থায় যদি কোন ক্রিকেট ম্যাচ কিছু মানুষের জন্য আনা সম্ভব হয়, তবে ঘরে বসে থাকা মানুষদের তা খুবই ভালো হবে।’

মিসবাহ আরও বলেন, ‘যখন কারও কিছু করার থাকে না এবং কোভিড-১৯ এর খবর শুনতে শুনতে হতাশাগ্রস্থ হয়ে পড়ে। তাই এই পরিস্থিতিতে আবারও যদি খেলাধুলা শুরু করা যায় এবং তবে মানুষ ঘরে বসে খেলার দেখার সুুযোগ পাবে।’

গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের কোচ ও নির্বাচকের দায়িত্ব নেয়া মিসবাহ আরও বলেন, ‘খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল ও স্টেক হোল্ডারদের জন্য যদি সঠিক সুরক্ষা ও সতর্কতা অবলম্বন করা হয়, তবে ক্রিকেট বোর্ডগুলো সামনে এগিয়ে যেতে পারে।’

আগামী ১৬ মে থেকে জার্মান বুন্দেসলিগা শুরু হচ্ছে, এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন মিসবাহ। তিনি বলেন, ‘তারা প্রথমে সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছে। ক্রিকেট বোর্ডগুলোরও এমন করতে হবে। ’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক হতে চান মহারাজ

প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক হতে চান মহারাজ

প্রয়োজনে পরিবার থেকে দুরে থাকতেও প্রস্তুত উড

প্রয়োজনে পরিবার থেকে দুরে থাকতেও প্রস্তুত উড

অধিনায়ক হিসেবে পন্টিংয়ের চেয়ে এগিয়ে ধোনি : হাসি

অধিনায়ক হিসেবে পন্টিংয়ের চেয়ে এগিয়ে ধোনি : হাসি

ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে ইংল্যান্ড

ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে ইংল্যান্ড