টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো বাংলাদেশ। ওপেনিং সৌম্য সরকারের ৫১ রানের পর মাহমুদুল্লাহন ৪৩ ও মুশফিকুর রহিমের দুদান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কার সামনে ১৯৪ রানর টার্গেট দাঁড় করিয়েছে টাইগাররা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের এর আগে সর্বোচ্চ রান ছিল ১৯০ আয়ারল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৮৯ রানের।
মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। টাইগার ওপেনার তামিম না থাকায় ওপেনিংয়ের মূল দায়িত্ব পরে সৌম্য সরকারের উপর। দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেন সৌম্য। শ্রীলঙ্কার বোলারদের উপর রীতিমত তাণ্ডব চালিয়ে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি।
টি-টোয়েন্টি দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ ৩১ বলে ৪৩ রান করে ফিরে গেলেও দমে যাননি মুশফিক। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৪ বলে তুলে নিয়েছেন ৬৬ রান। ফলে ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান। যা বাংলোদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান।
সৌম্য-মাহমুদুল্লাহ ও মুশফিক ছাড়া ব্যাট হাতে মাঠে নেমেছিলেন ওপেনিং জাকির। জাতীয় দলে অভিষেক হওয়া জাকির ৯ বল খেলে ১০ রানের আউড হয়ে যান।
এছাড়া বাকি দুই ব্যাটসম্যান আফিফ ২ বলে ০ (শূন্য) ও সাব্বির ২ বলে ১ রান করে আউড হয়ে যান। শ্রীলঙ্কার পক্ষে মেন্ডিস ২টি ও গুনেরত্নে, উডানা ও তিসারা একটি করে উইকেট নেন।