প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষীক ক্রিকেট সিরিজ স্থগিত হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভবিষ্যতের সিরিজ নিয়েও শঙ্কা রয়েছে ক্রিকেটের দেশগুলো। তবে এর মধ্যে ভিন্ন এক পরিকল্পনা সাজাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজ এগিয়ে আনার পরিকল্পনা করছে ইসিবি।
করোনার কারণে ১ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে সবধরনের ক্রিকেট স্থগিত করা হয়েছে। জুলাইয়ের পরই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনায় ইসিবি। কারণ, দেশের মাটিতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে আইরিশদের সাথে সিরিজ খেলতে চায় তারা।
জুলাই-আগস্টে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিপাক্ষীক সিরিজ আছে ইংল্যান্ডের।
ইসিবি এক কর্মকতা বলেন, ‘আমরা মাঠে খেলা ফেরানোর পরিকল্পনা করছি। যেকোন উপায়ে খেলা ফেরাতে হবে। তবে অবশ্যই পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি আছে আমাদের। যদি পরিস্থিতির উন্নতি হয়, তবে জুলাইয়ে নিষেধাজ্ঞা ওঠে যাওয়ার পর আয়ারল্যান্ড সিরিজ এগিয়ে আনতে পারি। তবে এখনো কোন সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]