সেই আবেগটা তৈরি করা কঠিন হবে : কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ পিএম, ০৮ মে ২০২০
সেই আবেগটা তৈরি করা কঠিন হবে : কোহলি

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বের সকল খেলাধুলাই বন্ধ। তবে মাঠে খেলা ফেরানোর জন্য পরিকল্পনায় মত্ত ক্রিকেট-ফুটবলসহ অন্যান্য বোর্ড বা ফেডারেশনগুলো। এমনকি মাঠে খেলা গড়ালেও তা হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে।

রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলতে সমস্যা হবে সম্প্রতি অকপটে স্বীকার করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার বেন স্টোকস। তারপরও দ্রুত মাঠের খেলা মাঠেই ফিরুক, সেই আবদারও করেছেন তিনি।

স্টোকসের সুরে কথা বলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। তার মতে, দর্শকহীন স্টেডিয়ামে খেলা কঠিন। আর শূন্য মাঠে খেললে খেলার মধ্যে সেই ম্যাজিক্যাল মুহূর্ত আসবে না, যা হাজার হাজার মানুষের সামনে খেলে আসে।

কোহলি বলেন, ‘যা পরিস্থিতি, তাতে দর্শকহীন মাঠেই খেলতে হবে। তবে আমি জানি না সবাই বিষয়টিকে কীভাবে নেবে। কারণ আমরা কখনও রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলিনি। এমনকি দর্শকরা বাসায় বসে বড় বড় আন্তর্জাতিক ম্যাচ দেখেছে, তাও কখনও হয়নি। মাঠে দর্শকদের সঙ্গে খেলোয়াড়দের যে যোগাযোগটা তৈরি হয় এবং দর্শকরা যেমন খেলার টেনশন নিয়ে থাকে, সেই আবেগটা তৈরি করা কঠিন হবে।’’

তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিতভাবে বলতে পারি, শূন্য মাঠে খেললে খেলার মধ্যে সেই ম্যাজিক্যাল মুহূর্ত আসবে না, যা হাজার হাজার মানুষের সামনে খেলে আসে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসিকে দুর্বল বোর্ডগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান

আইসিসিকে দুর্বল বোর্ডগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান

আমিও চাপ অনুভব করি, ভয় পাই : ধোনি

আমিও চাপ অনুভব করি, ভয় পাই : ধোনি

কোয়ারেন্টাইনে থেকে হলেও অস্ট্রেলিয়া সফর চায় ভারত

কোয়ারেন্টাইনে থেকে হলেও অস্ট্রেলিয়া সফর চায় ভারত

করোনায় আক্রান্ত প্রোটিয়া অলরাউন্ডার

করোনায় আক্রান্ত প্রোটিয়া অলরাউন্ডার