‘অলিম্পিকে টি-টেন ক্রিকেট রোমাঞ্চিত হবে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৮ মে ২০২০
‘অলিম্পিকে টি-টেন ক্রিকেট রোমাঞ্চিত হবে’

অলিম্পিক গেমসে ১০ ওভারের ক্রিকেট চান ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ান মরগান। তিনি বলেন, অলিম্পিকে টি-টেন ক্রিকেট হলে বেশ আর্কষণীয় হবে। সকলেই এ ফরম্যাটকে উপভোগ করতে পাবে।

অলিম্পিকে ক্রিকেট খুব বেশি অনুষ্ঠিত না হওয়ায় ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ গেমস ক্রিকেটের অন্তর্ভুক্তি চান মরগান। তার মতে, তবে সেটি টি-১০ লিগ দিয়েও হতে পারে।

মরগান বলেন, ‘অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে মাত্র একবার করে ক্রিকেট হয়েছে। তাই অনেকেই অলিম্পিকে ক্রিকেট দেখতে চায়। ক্রিকেটের অন্য তিন ফরম্যাটের চেয়েও অলিম্পিক বা কমনওয়েলথ গেমসের টি-টেন ক্রিকেট হলে খুব ভালো হবে।’

তিনি বলেন, ‘এ ফরম্যাট বেশ আকর্ষণীয় হবে। অন্য তিন ফরম্যাটের মত খুব বেশি সময় নিয়ে আয়োজন করতে হবে না। টি-টেন ক্রিকেটে ১০ দিনের মধ্যে শেষ করা যাবে। আর সকলে এ ফরম্যাটকে উপভোগও করবে।’

ছোট ফরম্যাট হওয়ায় ক্রিকেটপ্রেমিরা এটি নিয়ে বেশ রোমাঞ্চিত হবে বলে জানান মরগান। বলেন, ‘এ ফরম্যাট মাঠে গড়ালে সকলের কাছেই তা গ্রহণযোগ্যতা পাবে। অল্প সময়ের মধ্যে ক্রিকেটের সর্বোচ্চ প্রসার নিশ্চিত করবে। এ আসর নিয়ে ক্রিকেট ভক্তরা বেশ রোমাঞ্চিত হবে। কারণ এটি দেখতে খুব বেশি সময় লাগবে না। আর ব্যাটসম্যান-বোলার পুরো সময়ই আগ্রাসী থাকবে। এতে উত্তেজনা তৈরি হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

১০ বিলিয়ন ইউরো কমতে পারে ফুটবলারদের মূল্য

১০ বিলিয়ন ইউরো কমতে পারে ফুটবলারদের মূল্য

এ বছর আর আশা দেখছেন না নাদাল

এ বছর আর আশা দেখছেন না নাদাল

সকলেই দেশের জন্য প্রতিনিধিত্ব  করতে নামবে : স্টোকস

সকলেই দেশের জন্য প্রতিনিধিত্ব করতে নামবে : স্টোকস

ব্রাভোর ফ্র্যাঞ্চাইজি একাদশে সাকিব

ব্রাভোর ফ্র্যাঞ্চাইজি একাদশে সাকিব