সকলেই দেশের জন্য প্রতিনিধিত্ব করতে নামবে : স্টোকস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৭ মে ২০২০
সকলেই দেশের জন্য প্রতিনিধিত্ব  করতে নামবে : স্টোকস

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দর্শকহীন স্টেডিয়ামে খেলা শুরুর আলোচনা চলছে। ক্রিকেট, ফুটবল, টেনিসসহ সকল ইভেন্টে এমন আলোচনা শুরু হয়ে গেছে। তবে শঙ্কা থাকছে, খেলাগুলো রং হারাবে। তবে যেমন আলোচনাই হোক, দর্শকহীন স্টেডিয়ামে ক্রিকেট খেলা হলে উত্তেজনা কমবে না বলে মনে করেন ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার বেন স্টোকস।

বিবিসি রেডিও লাইভে স্টোকস বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের কারণে দু’মাস ধরে কোন খেলা নেই। ফুটবল-ক্রিকেট সবই বন্ধ। তবে অনেকেই পরামর্শ দিচ্ছেন, রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলার। আবার অনেকে বলছেন, খেলার প্রতি আগ্রহ হারিয়ে যাবে। কিন্তু আমি মনে করি, দর্শক শূন্য মাঠে খেলা হলে উত্তেজনা বা আগ্রহ মোটেও কমবে না। আগের মতই বহাল থাকবে। আর এমন অবস্থা তো সারাজীবন থাকবে না। এই দূর্যোগ কেটে গেলেই দর্শকরা আবারও মাঠে আসবে।’

দেশের জন্য মাঠে নামতেই খেলা নিয়ে সকলে সিরিয়াস থাকবে বলে মনে করেন স্টোকস। তিনি বলেন, ‘সকলেই নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করতে মাঠে নামবে। জার্সিতে দেশের পতাকা আকাঁ থাকবে। দেশকে বুকে ধারণ করে সকলে জয়ের জন্যই মাঠে নামবে। তাই দর্শক না থাকলেও, ক্রিকেটাররা নিজের সেরাটা দেয়ার জন্য উদগ্রীবই থাকবে। সেরা পারফরমেন্সে কোন কমতি হবে না।’

মাঠে না আসতে পারলেও, টিভি সেটে দর্শকরা খেলা ভালোভাবেই উপভোগ করবে বলে মনে করেন স্টোকস। তিনি বলেন, ‘দশর্করা জানে ও বুঝতে পারে যে এখন সময়টা ভালো না। তাই ক্রিকেট বা ফুটবল যেভাবেই হোক না কেন, তারা তা সাদরে গ্রহণ করবে। তাই টিভি সেটের সামনে খেলা উপভোগ করতে পারবে তারা।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আগ্রাসী রূপে ফিরতে প্রস্তুত কোহলি

আগ্রাসী রূপে ফিরতে প্রস্তুত কোহলি

ব্রাভোর ফ্র্যাঞ্চাইজি একাদশে সাকিব

ব্রাভোর ফ্র্যাঞ্চাইজি একাদশে সাকিব

সিপিএলে দলবদল, ৮ ক্যারিবিয়ানকে রিটেনই করলো ত্রিনবাগো

সিপিএলে দলবদল, ৮ ক্যারিবিয়ানকে রিটেনই করলো ত্রিনবাগো

অস্ট্রেলিয়ার ইনডোর ক্রিকেট বিশ্বকাপ স্থগিত

অস্ট্রেলিয়ার ইনডোর ক্রিকেট বিশ্বকাপ স্থগিত