প্রাণঘাতি করোনাভাইরাস এখন আর কয়েকজনের মধ্যে সীমাবন্ধ নেই, সারাদেশে ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় সতর্কতা ও সুরক্ষা নিশ্চিতে সকল খেলোয়াড় ও কর্মচারীদের কোভিড-১৯ পরীক্ষার পরামর্শ দিয়েছে বাাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রধান চিকিৎক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিসিবি খেলোয়াড় ও কর্মচারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে, এ জন্য পরীক্ষা করা জরুরি।
তিনি বলেন, ‘আমরা অবশ্যই খেলোয়াড় ও কর্মচারীদের পরীক্ষা করতে চাই। বিশেষভাবে খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট করা উচিত। খেলোয়াড়দের লক্ষণ না থাকলেও সরকারের কাছে আমাদের আবেদন জানাতে হবে। সুরক্ষার জন্য আমরা চাই তাদের পরীক্ষা করা হোক।’
বর্তমানে সরকারি ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা হচ্ছে এবং তাদের নিজস্ব প্রোটোকল রয়েছে। দেবাশিষ বলেন, ‘আমরা আশা করছি, বেসরকারিভাবে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দেবে সরকার, যতক্ষণ না অন্য কোন বিকল্প পথ নেই।’
দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় গত ১৯ মার্চ থেকে বিসিবি সকল ক্রিকেট কার্যক্রম বন্ধ করে দেয় এবং বোর্ডের সকল কর্মচারীদের বাসা থেকে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাণঘাতি এ ভাইরাসের কারণে এখন পর্যন্ত টাইগারদের বেশ কয়েকটি সিরিজ স্থগিত করা হয়েছে। এছাড়া সামনে আবার কবে খেলা শুরু হতে পারে তাও অনিশ্চিত। ফলে খেলা বন্ধ থাকায় সকল খেলোয়াড় অঘোষিত ছুটি কাটাচ্ছেন। তবে লকডাউন শেষে সকল খেলোয়াড় ও কর্মচারীদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে।
বাংলাদেশের এখন পর্যন্ত (৬ মে, বুধবার) ১১ হাজার ৭১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১৮৬ জন। এছাড়া চিকিৎসা গ্রহণে ১ হাজার ৪০৩ ভালো হয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]