ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলতাকা নাইট রাইডার্স দিয়ে যাত্রা শুরু। এরপর ক্রিকেটের পাশাপাশি ফুটবল দল কিনেন। যেথানে হিরো ইন্ডিয়ান সুপার লিগে অ্যাটলেটিকো ডি কলকাতা নামে দল কিনেন। দেশের গণ্ডি পেরিয়ে বলিউড বাদশা দল কিনতে পাড়ি জমান বিদেশেও।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্স নামে দল কিনেন। তারপর দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগেও দল কিনেছিল নাইট ফ্র্যাঞ্চাইজি। এবার ইংল্যান্ডে একশো’ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ লিগে দল কিনতে চায় নাইট রাইডার্স।
চলতি বছরই দ্য হান্ড্রেডের প্রথম সংস্করণ মাঠে গড়ানোর কথা ছিল। করোনার মহামারিতে পুরো ইংলিশ গ্রীষ্মের ক্রিকেট মৌসুম ভেস্তে গেছে। দ্য হান্ড্রেড পিছিয়ে গেছে এক বছর। দ্য হান্ড্রেডের মতো ব্যয়বহুল টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি সামাল দিতে হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে।
এমন সময় দল কেনার আগ্রহ দেখিয়েছে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কর্মকর্তা ভেংকি মাইসর বলেছেন, আমরাই মনে হয় ক্রিকেটের একমাত্র বৈশ্বিক প্রতিষ্ঠান যারা সবসময় বৈশ্বিক বিনিয়োগের সুযোগ খুঁজছি। বিশ্বের প্রতিটি লিগই নাইট রাইডার্সের গুরুত্ব বুঝে।
নাইট রাইডার্স যোগ হলে কী হবে সবাই জানে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা যে কোন লিগে পেশাদারি ব্যবস্থাপনা, বিপণন ও বিশাল ভক্ত যোগ করতে পারি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]