করোনাভাইরাসের প্রভাবে সারা বিশ্বেই ক্রিকেট বন্ধ। এই গ্রীষ্মে কোনো আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচ না হলে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়বে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্ষতির পরিমাণ হতে পারে ৩৮০ মিলিয়ন পাউন্ড।
সম্প্রতি এমনটাই জানিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন। ইংল্যান্ডের নতুন ক্রিকেট মৌসুম শুরুর কথা ছিল ২ এপ্রিল। তবে আগামী জুলাইয়ের আগে কোনো ম্যাচ আয়োজন সম্ভব হবে না বলে মনে করে ইসিবি।
এ প্রসঙ্গে হ্যারিসন বলেন, আমরা ধারণা করছি এই মৌসুমে কোনো ক্রিকেট না হলে আমাদের ৩৮০ মিলিয়ন পাউন্ডের মতো ক্ষতি হবে। এটি আমাদের সবচেয়ে খারাপ পরিস্থতি।
এটাকে এ যাবতকালের সবচেয়ে বড় আর্থিক চ্যালেঞ্জ বলে দাবি করছেন ইসিবি প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘আমাদের ৮০০ দিনের ক্রিকেটের ক্ষতি হতে চলেছে, এর ফলে ক্ষতিগ্রস্থ হবে পেশাদার ক্লাবগুলো এবং ইসিবি। এখন পর্যন্ত এটাই আমাদের সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ।’
করোনার কারণে এক বছর পিছিয়ে দেয়া হয়েছে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’। এই টুর্নামেন্ট থেকেই ১১ মিলিয়ন পাউন্ড আয়ের পরিকল্পনা করেছিল ইসিবি। বর্তমান পরিস্থিতির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজও পিছিয়ে গেছে। ফলে আর্থিক ক্ষতি যেন পিছু ছাড়ছে না ক্রিকেটের অন্যতম ধনী এই ক্রিকেট বোর্ডের।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]