ভারত-পাকিস্তানের সম্পর্ক বরাবরই বৈরি। সেটি হোক রাজনৈতিক কিংবা খেলাধুলায়। ক্রিকেট মাঠে তাদের লড়াইটা চিরপ্রতিদ্বন্দ্বীর। দু’দেশের মাটিতে এ দুই দলের খেলা দেখার সৌভাগ্য হয় না অনেক দিন। তবে এ শত্রু দেশের বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
স্যোশাল নেটওয়ার্কি অ্যাপ ‘হ্যালো’তে ভারতের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। শোয়েব জানান, ভারতের বোলিং মাস্টার হওয়ার প্রস্তাব পেলে সাদরে গ্রহণ করবেন এবং নিজের চেয়ে আরও আক্রমণাত্মক, গতি ও ধৃষ্ট পেস বোলিং শেখাবেন।
ভবিষ্যতে ভারতের বোলিং কোচ হওয়ার সুযোগ এলে কী করবেন? এমন প্রশ্নে রাওয়াল পিন্ডি এক্সপ্রেস বলেন, ‘অবশ্যই হবো। আমার কাজই হচ্ছে জ্ঞান বিরতণ করা। আমি যা শিখেছি তা বিলিয়ে দিতে চাই।’
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এ বোলার বলেন, ‘আমি বোলারদের আরও আক্রমণাত্মক, গতি ও আরও ধৃষ্টতা সম্পন্ন করে গড়ে তুলবো। যাতে সবাই খেলা আরও উপভোগ করবে।’
ভারতের জাতীয় দল ছাড়াও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও কোচ হতে চান তিনি। আইপিএলের প্রথম অসরে কলকাতার হয়ে নিজের অভিষেকে ৪ উইকেট নিয়েছিলেন শোয়েব।
শোয়েব আখতার আরও বলেন, মনে রেখ, শচীন আমার খুব ভালো বন্ধু। ১৯৯৮ সালে যখন আমি যতটা সম্ভব বোলিং করতাম, ভারতের মানুষ আমার সঙ্গে উদযাপন করতো। ভারতে আমার বড় ফ্যান ফলোয়ার রয়েছে।
২০১১ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৪৩ বছর বয়সী ডানহাতি পেসার শোয়েব আখতার। বিদায় জানানো আগে দেশের হয়ে ৪৬ টেস্ট ও ১৬৩ ওয়ানডে খেলেছেন তিনি। দুই ফরম্যাটে যথাক্রমে ঝুলিতে ভরেন ১৭৮ ও ২৪৭ উইকেট। এছাড়া মেন ইন গ্রিনদের হয়ে ১৫ টি-টোয়েন্টি খেলে ১৯ উইকেট নিয়েছেন তিনি।