পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতিবিরোধী দুটি কোড লঙ্ঘনের অপরাধে সোমবার (২৭ এপ্রিল) সবধরনের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান উমর আকমল। এবার তার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ তুললেন সাবেক পাকিস্তানি উইকেট-রক্ষক ব্যাটসম্যান জুলকারনাইন হায়দার।
কামরান আকমলের উত্তরসূরি হিসেবে দেখা হত তাকে জুলকারনাইন হায়দারকে। পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু ২০১০-এ দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের মাঝেই দল পরিচালন সমিতিকে না জানিয়ে তিনি পালিয়ে যান।
পরে জানা যায়, লন্ডনে উড়ে গিয়েছেন তিনি। তারপর থেকে পাকিস্তান জার্সিতে আর কখনও খেলা হয়নি জুলকারনাইন হায়দারের। কিন্তু কেন সিরিজের মাঝে দল ছেড়ে চলে গিয়েছিলেন তিনি, তা জানা ছিল না ক্রিকেটবিশ্বের। রবিবার (৩ মে) তা নিয়ে মুখ খুললেন সাবেক পাকিস্তানি উইকেট-রক্ষক ব্যাটসম্যান।
তিনি জানান, উমর আকমল তাকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন। সেই সিরিজের তৃতীয় ম্যাচে খারাপ পারফর্ম করার জন্য বার বার হুমকি দেন তাকে। মাঠে জল নিয়ে এসে জুলকারনইনকে হুমকি দিতেন উমর। তাই বাধ্য হয়ে সেই রাতেই টিম হোটেল ছেড়ে লন্ডনের উদ্দেশে রওনা দেন জুলকারনাইন।
তিনি বলেন, তৃতীয় ম্যাচে খেলেনি উমর। মাঠে জল নিয়ে এসে আমাকে বলছিল খারাপ খেলতে। কিন্তু আমি ওর কথা শুনিনি। ম্যাচ শেষে কয়েক জনের সঙ্গেই ও আমাকে হুমকি দিতে শুরু করে। সেটাই মানসিক ভাবে চাপে ফেলে দেয় আমাকে। সেই রাতেই দলকে না জানিয়ে লন্ডনে উড়ে যাই।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]