করোনাভাইরাসের বিপক্ষে লড়তে অসহায়-দুস্থদের জন্য আর্থিক সহায়তা দিতে নিজের ঐতিহাসিক ব্যাট নিলামে তুলছেন বাংলাদেশের ডান-হাতি ব্যাটসম্যান মোাসাদ্দেক হোসেন। নিলামে ব্যাট থেকে প্রাপ্ত অর্থ অসহায় ও দুস্থদের জন্য আর্থিক সহায়তায় ব্যয় করা হবে।
২০১৯ সালে মে মাসে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ওই ফাইনালে প্রথমে ব্যাট করে ২৪ ওভারে ১ উইকেটে ১৫২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে বৃষ্টি আইনে ম্যাচ জয়ের জন্য ২১০ রানের টার্গেট পায় বাংলাদেশ।
ওপেনার সৌম্য সরকারের ৪১ বলে ৬৬ ও মুশফিকুর রহিমের ২২ বলে ৩৬ রানের পরও ম্যাচ জয় নিয়ে শঙ্কায় তৈরি হয়। তবে শেষ দিকে ২৭ বলে ২টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৫২ রান করে প্রথমবারের মত ত্রিদেশীয় কোন সিরিজে বাংলাদেশকে শিরোপার স্বাদ এনে দেন মোসাদ্দেক।
যে ব্যাট দিয়ে এমন ঐতিহাসিক ইতিহাস গড়েছিলেন মোসাদ্দেক। সেই ব্যাটটি করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষদের জন্য নিলামে তুলছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মোসাদ্দেক এ তথ্য জানিয়েছেন।
মোসাদ্দেক বলেন, ‘এ ব্যাটে একটা ইতিহাস লেখা আছে। আমি এ ব্যাটে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত ফিফটি করে দেশকে প্রথম শিরোপা জিততে অবদান রেখেছিলাম।’
তিনি আরও বলেন, ‘এ ব্যাটের গল্পটা এখনই শেষ নয়। এ ব্যাট নিয়ে আমি লড়াই করতে চাই করোনার বিরুদ্ধে। তাই সিদ্ধান্ত নিয়েছি ব্যাটটা নিলামে তোলার। এ ব্যাট বিক্রির পুরো টাকা ব্যয় হবে করোনা আক্রান্তদের জন্য।’
করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে অসহায়-দুস্থদের আর্থিক সহায়তা ছাড়াও প্রয়োজনীয় দ্রবাদি দিয়ে সাহায্য করছেন মোসাদ্দেক। নিজ এলাকা ময়মনসিংহে দেশের তৃতীয় লিঙ্গদের মাঝেও নিজ হাতে ত্রাণ সামগ্রি পৌঁছে দিয়েছেন ডান-হাতি এ টাইগার ব্যাটসম্যান।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]