স্টিভ স্মিথ নয়, কোহলি সেরা : চ্যাপেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ এএম, ০২ মে ২০২০
স্টিভ স্মিথ নয়, কোহলি সেরা : চ্যাপেল

কে বড় শচীন না লারা? লারা-শচীনের যুগ এখন অতীত। এখন তাই বিরাট কোহলি না স্টিভ স্মিথ- দুই তারকা ব্যাটসম্যানের মধ্যে কে সেরা? এই নিয়ে ক্রিকেটমহলে জোর চর্চা। এবার চর্চায় সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক ইয়ান চ্যাপেল।

কোনও রকম রাখঢাক না করেই সেরা কোহলি আর স্মিথের মধ্যে বেছে নিলেন ইয়ান চ্যাপেল। তবে তিনি আরও এক ধাপ এগিয়ে সেরা ব্যাটসম্যানের পাশাপাশি সেরা অধিনায়ক কে? সেটাও বেছে নিলেন।

ইনস্টাগ্রামে র‌্যাপিড ফায়ার রাউন্ডে ইয়ান চ্যাপেলকে প্রশ্ন করা হয়, বিরাট কোহলি এবং স্টিভ স্মিথের মধ্যে কাকে সেরা বলবেন? পাল্টা প্রশ্নে চ্যাপেল জানতে চান, ব্যাটসম্যান না অধিনায়ক হিসেবে? উত্তরে প্রশ্নকর্তা বলেন, আপনার পছন্দ মতো। এরপর ইয়ান চ্যাপেল উত্তরে বলেন, আমার কোহলিকেই পছন্দ ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে।

সাম্প্রতিককালে দেখা গিয়েছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকার এক এবং দু নম্বর জায়গাটাও তো বিরাট কোহলি এবং স্টিভ স্মিথের মধ্যেই অদল -বদল হয়ে আসছে। তবে বর্তমানে এক নম্বরে রয়েছেন স্টিভ স্মিথ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

বলে থুথু ব্যবহারে লাগাম টানলো অস্ট্রেলিয়া

বলে থুথু ব্যবহারে লাগাম টানলো অস্ট্রেলিয়া

ইসিবির চেয়ারম্যান পদ ছাড়ছেন কলিন গ্রেভস

ইসিবির চেয়ারম্যান পদ ছাড়ছেন কলিন গ্রেভস

টি-টোয়েন্টিতে অগ্রগতি হলেও টেস্টে লজ্জায় বাংলাদেশ

টি-টোয়েন্টিতে অগ্রগতি হলেও টেস্টে লজ্জায় বাংলাদেশ

টেস্টে ভারতের দীর্ঘ রাজত্বের পতন

টেস্টে ভারতের দীর্ঘ রাজত্বের পতন