টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তায় থাবা বসাতে এসেছিল টি-১০ লিগ। যদিও দশ ওভারের ক্রিকেট এখনও সেভাবে ছড়িয়ে পড়েনি। তবে এরই মাঝে একশো বলের ক্রিকেট ঘিরেও উন্মাদনা সৃষ্টি হয়েছিল। কিন্তু টুর্নামেন্টের প্রথম আসরই পিছিয়ে গেল করোনার কারণে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল। একশো বলের ক্রিকেট শুরু হওয়ার কথা ছিল ১৭ জুলাই। ১৫ আগস্ট পর্যন্ত চলার কথা ছিল। আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট হওয়ার কথা। পুরুষ ও নারী, দু'ভাগে ভাগ হয়ে হবে টুর্নামেন্ট। আপাতত ইসিবি সিদ্ধান্ত নিয়েছে, এই বছর আর টুর্নামেন্ট আয়োজন করা হবে না।
করোনাভাইরাস মহামারীর আকার নিয়ে সারা বিশ্বে। ব্রিটেনের অবস্থা শোচনীয়। প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় ইংল্যান্ডে সবরকম ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট বন্ধ। ইসিবির প্রধান কার্যনির্বাহী টম হ্যারিসন জানিয়েছেন, কঠিন পরিস্থিতির জন্য এক বছর টুর্নামেন্ট পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি।
ইসিবি আগেই জানিয়েছিল, ইংল্যান্ড এবং ওয়েলসে আগামী ১ জুলাই পর্যন্ত কোনওরকম ক্রিকেটীয় কার্যকলাপ হবে না। জুলাই মাসের শেষে কিংবা সেপ্টেম্বরে যদি ক্রিকেট শুরু হয়, তবে রুদ্ধদ্বার ম্যাচ আয়োজন করা হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]