ফিক্সিং কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞায় পড়া উমর আকমলের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলে বোর্ডের পক্ষ থেকে মামলা খেয়েছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার বিরুদ্ধে মানহানির মামলা করেছে।
পাকিস্তানের সাবেক ডান হাতি ফাস্ট বোলার শোয়েব আখতার ক্রিকেটের বাইরে বর্তমানে জনপ্রিয় ইউটিউবার। ক্রিকেটে না থাকলেও দেশ-বিদেশের ক্রিকেট নিয়ে সমালোচনা করে প্রায় ঝড় তোলেন ইউটিউবে নিজের চ্যানেলে। উমর আকমলের নিষেধাজ্ঞা নিয়েও তেমনি সমালোচনা করেন নিজে দেশের ক্রিকেট বোর্ড নিয়ে।
উমর আকমলের শাস্তি নিয়ে শোয়েব আখতার প্রশ্ন তোলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইন বিভাগকে নিয়ে। বলেন, ‘আকমলের শাস্তিটা কি সমর্থনযোগ্য হয়েছে? আমাকে বলতেই হবে পিসিবির আইন বিভাগ একেবারেই অকাজের আর অযোগ্য।’
ইউটিউবে ভিডিও বার্তায় শোয়েব আরও বলেন, ‘বিশেষ করে তাফজল রিজভি (পিসিবির আইন উপদেষ্টা), জানি না সে কোথা থেকে এসেছে। তার ভালো যোগাযোগ আছে, গত ১০-১৫ বছর ধরে পিসিবিতে আছে। এমন কোনো মামলা নেই যে সে হেরে গেছে।’
বোর্ডের বিরুদ্ধে শোয়েব আখতারের এমন মন্তব্যে চটেছে পিসিবি। শোয়েবের বিরুদ্ধে ঢুকে দিয়ে মানহানির মামলা। পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘শোয়েব আখতারের আপত্তিকর শব্দচয়নে পিসিবি হতাশ। জনসম্মুখে তিনি পিসিবি আইন বিভাগ ও আইন উপদেষ্টার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘শোয়েব আখতার যে ভাষায় কথা বলেছেন সেটি একেবারেই অনোপযুক্ত ও মানহানিকর। কোনো সভ্য সমাজ এটি মেনে নিতে পারে না। পিসিবির আইন উপদেষ্টা তাফজল রিজভি নিজে দায়িত্ব নিয়ে শোয়েব আখতারের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা করেছেন।’
পিসিবির দুর্নীতিবিরোধী দুটি কোড লঙ্ঘনের অপরাধে সবধরনের ক্রিকেট থেকে তিন বছরের জন্য মিডল-অর্ডার ব্যাটসম্যান উমর আকমলকে নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) শৃঙ্খলা প্যানেলের চেয়ারম্যান বিচারপতি (অব.) ফজল-এ-মিরান চৌহান এ রায় ঘোষণা করেন।
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার দায়ে উমর আকমলের ‘কঠিন শাস্তি’ দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন তার বড় ভাই কামরান আকমল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]