সোশ্যাল মিডিয়ায় নিজের ক্যারিয়ার নিয়ে নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন চায়নাম্যান খ্যাত রিস্ট-স্পিনার কুলদীপ যাদব। তখনই তার কাছে জানতে চাওয়া হয় যে, সুপার ওভারে দেশের কোন ক্রিকেটারদের তিনি বল করতে চাইবেন না। এমন প্রশ্নের জবাবে তিনজন ব্যাটসম্যানের নাম বলেন তিনি। যেখানে জায়গা হয়নি জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির।
কুলদীপের তালিকায় কোহলি না থাকলেও আছেন সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। আছেন এক দিনের ক্রিকেটে চার নম্বরে পাকাপাকি ভাবে নামার জন্য নিজের দাবি জোরাল করে তোলা শ্রেয়াস আইয়ার। আর আছেন সূর্যকুমার যাদব।
এত এত ব্যাটসম্যান থাকতে সূর্যকুমার! এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। তার মাঝে তালিকায় নেই কোহলির নাম। তবে সূর্যকুমার যাদবকে তালিকায় রাখার যুক্তি দিয়েছেন কুলদীপ যাদব।
তিনি বলেন, ও (সূর্যকুমার) স্পিন বড্ড ভাল খেলে। আমার বোলিংয়েও ভাল ব্যাট করে। আট-নয় বছর ধরে চিনি সূর্যকুমারকে। জানি ও স্পিন কত ভাল খেলতে পারে।
তবে কুলদীপ যে যুক্তিই সাজান না কেন , ক্রিকেটপ্রেমীরা কোহলির না-থাকা কোন ভাবেই মানতে পারছেন না।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]