সেমিফাইনালে নিউজিল্যানন্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। ওই ম্যাচ এখনও মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। সেই ম্যাচটাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন ভারতীয় ক্রিকেটাররা। ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল তুলে ধরলেন দুঃখমাখা বিশ্বকাপ সেমিফাইনালের কথা।
বিশ্বকাপে প্রথম থেকে দারুণ পারফরম্যান্স করে গিয়েছে ভারতীয় দল। কিন্তু শেষ চারে এসে ব্যর্থ হন কোহলিরা। সেমিফাইনালে নিউজিল্যানন্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল জানান, সে ম্যাচ নিয়ে এখনও দুঃস্বপ্ন দেখি।
সেই ম্যাচ প্রসঙ্গে রাহুল বলেন, যদি কোনও একটা ম্যাচের কথা বলা হয়, তা হলে আমি বলবো বিশ্বকাপ সেমিফাইনালের কথা। এখনও অনেকে ওই ম্যাচের আঘাত কাটিয়ে বেরিয়ে আসতে পারেনি। এখনও ওই ম্যাচটা আমাদের তাড়িয়ে বেড়ায়। এখনও রাতে ওই ম্যাচটাকে নিয়ে দুঃস্বপ্ন দেখি। ঘুম ভেঙে যায় অনেক সময়ে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে রান তাড়া করতে নেমে মাত্র ১৫ মিনিটেই ভারতীয় ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। শেষপর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনি ও রবীন্দ্র জাদেজা লড়াই করলেও ম্যাচটা হেরে যায় ভারত। গোটা টুর্নামেন্টে ভাল খেললেও একটা ম্যাচ ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ করে দেয়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]