কোহলিদের জন্য অস্ট্রেলিয়ার বিশেষ ফ্লাইট, লক্ষ্য ৩শ মিলিয়ন ডলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৬ এপ্রিল ২০২০
কোহলিদের জন্য অস্ট্রেলিয়ার বিশেষ ফ্লাইট, লক্ষ্য ৩শ মিলিয়ন ডলার

করোনাভাইরাসের কারণে বিশ্বের সকল খেলাধুলা বন্ধ। হুমকির মুখে ভবিষ্যতের দ্বিপাক্ষীক সিরিজ বা টুর্নামেন্টগুলো। শঙ্কায় রয়েছেটি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। তবে বছরের শেষ দিকে যেভাবেই হোক ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দলকে নিজ দেশে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে রাজি অস্ট্রেলিয়া সরকার। প্রাণঘাতি ভাইরাসের কারণে পুরো বিশ্বের সাথে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলেও ভারতের বিপক্ষে নির্ধারিত সিরিজ আয়োজনে সর্বাত্মক চেষ্টা করবে অস্ট্রেলিয়া সরকার ও সিএ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, ‘সরকার সবধরনের খেলাধুলা মাঠে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অক্টোবরে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। কিন্তু সেটি এ পরিস্থিতিতে কঠিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ এখনই বলা যাচ্ছে না। ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেই সকল সিদ্ধান্ত নেওয়া হবে।’

মূলত আর্থিক ক্ষতি কমাতে সিরিজ আয়োজন করবে সিএ। বিশ্বের সকল দেশের মত লোকসানের মুখে পড়েছে সিএও। ইতোমধ্যেই নিজেদের লোকসান কমাতে বোর্ডের সাথে সংশ্লিষ্টদের বেতনের ৮০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তারপর তাদের লোকসানের মুখে পড়তে হবে বলে সম্প্রতি জানিয়েছে সিএ।

ভারতের বিপক্ষে সিরিজ থেকে ৩শ’ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার উপার্জনের হবে বলে ধারণা সিএর। কিন্তু সিরিজটি বাতিল হলে পুরো ৩শ’ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সিএ’র ক্ষতি হবে।

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় ছয় মাসের লকডাউন চলছে, এ লকডাউন চলবে ৩০ সেপেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে বিদেশিদের অস্ট্রেলিয়ায় পা রাখা কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়া পরিস্থিতি আরও খারাপ হলে লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

নির্ধারিত সময়েই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা

নির্ধারিত সময়েই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা

শচীনকে টপকে যাওয়ার প্রতিভা আছে কোহলির

শচীনকে টপকে যাওয়ার প্রতিভা আছে কোহলির

১০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে অস্ট্রেলিয়া

১০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া-ভারত বিশ্বকাপ বদল চান গাভাস্কার

অস্ট্রেলিয়া-ভারত বিশ্বকাপ বদল চান গাভাস্কার