শচীন টেন্ডুলকারের রেকর্ড কি টপকে যেতে পারবেন বিরাট কোহলি? ক্রিকেটমহলে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেক দিন ধরেই। এই ব্যাপারে মতামত দিয়েছেন একসময় শচীনকে বল করা প্রাক্তন অজি পেসার ব্রেট লি। তিনি মনে করেন, শচীনকে টপকে যাওয়ার প্রতিভা আছে কোহলির।
ব্রেট লির মতে, বিরাট কোহলি যদি এই ফর্মে থাকে, আর সাত-আট বছর খেলে, তা হলে ও (কোহলি) শচীনকে নিশ্চিত ভাবে টপকে যাবে।
তিনি বলেন, ব্যাপারটা নির্ভর করছে তিনটি বিষয়ের উপর। ব্যাটসম্যান হিসেবে প্রতিভা ধরলে বিরাটের তা আছে। এর পর ফিটনেস। এটাও বিরাটের আছে। ৩০ বছর বয়স ওর (কোহলি)। এই সময়ে যেমন ফিট থাকার কথা ও তেমনই রয়েছে। আর চাই মানসিক শক্তি। যাতে কঠিন সময় পার করতে পারে।
বাড়ি থেকে দূরে থাকা, স্ত্রীর থেকে দূরে থাকা বা সন্তান হলে সন্তানের থেকে দূরে থাকতেও চাই মানসিক শক্তি। প্রতিভা নিয়ে সংশয় নেই, মানসিক শক্তিও আছে। তাই যদি যথেষ্ট ফিট থাকতে পারে, তবে আমার মনে হয় শচীনকে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওর (কোহলি)।
শচীনের এত রেকর্ড ভাঙা যে সোজা নয়, তা অবশ্য মেনে নিয়েছেন ব্রেট লি। অজি পেসারের কথায়, শচীনকে ছাপিয়ে যাবে কি না, তা কী ভাবে বলা যায়। ও (শচীন) হল ঈশ্বর। কেউ কি ভগবানকে ছাপিয়ে যেতে পারে। দেখা যাক কী হয়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]