দেশে করোনার প্রভাব সম্পর্কে আইসিসিকে জানিয়েছে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৯ এএম, ২৪ এপ্রিল ২০২০
দেশে করোনার প্রভাব সম্পর্কে আইসিসিকে জানিয়েছে বিসিবি

দেশের ক্রিকেটে করোনাভাইরাসের প্রভাব সম্পর্কে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আইসিসির ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী করোনার সর্বশেষ অবস্থা ও এর প্রভাব সম্পর্কে অবহিত করেন। সম্মেলনে অন্যান্য দেশগুলোও করোনার প্রভাব সম্পর্কে তাদের অবস্থা তুলে ধরেন।

বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, ভিডিও কলে পূর্ণ সদস্য ১২ দেশ ও সহযোগী তিন দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে আগামী দিনগুলোতে মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ মোকাবেলা করার অঙ্গীকার করেছেন। আইসিসি বৈঠকে অংশগ্রহণকারী সকলের কাছ থেকে তাদের দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শুনেছে।

তিনি বলেন, আমরা আমাদের করোনাভাইরাস আপডেট দিয়েছি। ভৌগলিক অবস্থান এবং এ মহামারি বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সময়পযোগী ব্যবস্থার কারণে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে মুত্যু ও সংক্রমণের হার অনেক কম।

আইসিসি কেবলমাত্র সদস্য দেশগুলোর কাছ থেকে সর্বশেষ অবস্থা ও তথ্য নিচ্ছে কিন্তু কোন সিদ্ধান্ত দেয়নি বলেও জানান তিনি। নিজামুদ্দিন চৌধুরী বলেন, স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলো ভবিষ্যতে কিভাবে আয়োজন করা যায় মূলত তা নিয়েই আলোচনা হয়েছে।

তবে আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ এবং ২০২১ সালে নারী বিশ্বকাপসহ আইসিসির সকল ইভেন্ট নিয়ে সিইসি বৈঠকে সর্বশেষ তথ্য নেওয়া হয়েছে। বর্তমানে নির্ধারিত সময়েই এ দু’টি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নির্ধারিত সময়েই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা

নির্ধারিত সময়েই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা

সব কিছু আর আগের মতো থাকবে না : ডোমিঙ্গো

সব কিছু আর আগের মতো থাকবে না : ডোমিঙ্গো

বিশ্বকাপ জিততে মুখিয়ে রোহিত শর্মা

বিশ্বকাপ জিততে মুখিয়ে রোহিত শর্মা

১০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে অস্ট্রেলিয়া

১০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে অস্ট্রেলিয়া