নেদারল্যান্ডসে খেলাধুলা বন্ধ, পাকিস্তান সফর স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৩ এপ্রিল ২০২০
নেদারল্যান্ডসে খেলাধুলা বন্ধ, পাকিস্তান সফর স্থগিত

ফাইল ছবি

করোনাভাইরাসের প্রভাবে এবার নেদারল্যান্ডস-পাকিস্তান সিরিজও স্থগিত হলো। চলতি বছরের জুলাইয়ের প্রথমভাগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজটি। তবে দুই মাস আগেই অনির্দিষ্টকালের জন্য সিরিজটি পিছিয়ে দেওয়া হলো।

নেদারল্যান্ডসে করোনাভাইরাসের প্রকোপ দিনে দিনে বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ, মৃত্যের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে।

ভাইরাসটির বর্তমান অবস্থার কারণে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সবধরনের পেশাদার খেলাধুলা নিষিদ্ধ করেছে ডাচ সরকার। এমন অবস্থায় তারা ক্রিকেট খেলতে পারবে না বলে জানিয়ে দিয়েছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড।

সিরিজ স্থগিতের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘জুলাইয়ের নেদারল্যান্ডস সফর স্থগিত হয়েছে, এটা আমাদের জন্য দুঃখের খবর। তবে বর্তমান পরিস্থিতিতে এটাই সঠিক সিদ্ধান্ত। যে কোনো টুর্নামেন্ট বা ক্রিকেট মানুষের জীবনের চেয়ে বড় নয়।’

নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের চেয়ারপার্সন বেটি টিমার বলেছেন, ‘এটা খুবই হতাশার যে, আমরা পুরো গ্রীষ্মে আর ক্রিকেট আয়োজন করতে পারব না। তবে খোলোয়াড়, স্টাফ এবং দর্শকদের স্বাস্থ্যই মূল প্রাধান্য আমাদের কাছে। আশা করছি, সবকিছু দ্রুতই নিয়ন্ত্রণে আসবে এবং পরবর্তী খেলাগুলো যথাযথভাবে পরিচালনা করতে পারব।’

ইংল্যান্ডে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সব কিছু আর আগের মতো থাকবে না : ডোমিঙ্গো

সব কিছু আর আগের মতো থাকবে না : ডোমিঙ্গো

২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট

২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট

বিশ্বকাপ জিততে মুখিয়ে রোহিত শর্মা

বিশ্বকাপ জিততে মুখিয়ে রোহিত শর্মা

আর্থিক সঙ্কটে উইন্ডিজ, বকেয়া খেলোয়াড়দের ম্যাচ ফি

আর্থিক সঙ্কটে উইন্ডিজ, বকেয়া খেলোয়াড়দের ম্যাচ ফি