করোনাভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় পার করছেন ক্রিকেটাররা। ইংল্যান্ডে সবধরনের ক্রিকেট স্থগিত ঘোষণা করায় মঈন আলীও এর বাহিরে নন। ঘরে বসেই ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে অলরাউন্ডার হিসেবে জ্যাক ক্যালিস ও বেন স্টোকসের মধ্যে কে সেরা এমন প্রশ্নের জবাবে জ্যাক ক্যালিসকে বেছে নেন তিনি।
মঈন আলী বলেন, ‘এই দুই ক্রিকেটারের মধ্যে সেরা অলরাউন্ডার কে, তা বেছে নেওয়া খুবই কঠিন। এক্ষেত্রে ক্যালিসই এগিয়ে থাকবেন। কারণ, তিনি অনেক বেশি রান করেছেন, উইকেট ও ক্যাচ নিয়েছেন।
মঈন আলী আরও বলেন, তিনি (স্টোকস) যেভাবে এখন খেলছেন, তা যদি চালিয়ে যেতে পারেন তাহলে বেন স্টোকস অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য হবেন।’
পরিসংখ্যানের বিচারে জ্যাক ক্যালিসের ধারে কাছেও নেই কেউ। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ২৫ হাজারের বেশি রান দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটারের দখলে । একইসঙ্গে বোলিংয়েও তিনি ছিলেন সমান দুর্দান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৫৭৭টি।
অন্যদিকে, কয়েক বছরে দুর্দান্ত ছন্দে রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ড দলের ম্যাচ উইনার হয়ে উঠেছেন তিনি। তার পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল। ২০১৯-এ ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। অ্যাশেজ সিরিজ ড্র রাখার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সম্প্রতি উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]